আর মাত্র কয়েকদিন পরেই মা বাবা হতে চলেছেন দেশের অন্যতম চর্চিত দম্পতি বিরুষ্কা। এই চলতি মাসেই ভূমিষ্ঠ হবে তাদের সন্তান। বর্তমানে অনুষ্কার বেবি বাম্প সম্পূর্ণ স্পষ্ট। কিন্তু থেমে থাকেননি তিনি। নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অনুষ্কা। কিন্তু বিরাট পত্নীর প্রাইভেসি হয়ে যাচ্ছে পাবলিক, যা দেখে রেগে গেছেন বিরাট পত্নী। কার এত বড় সাহস হলো, অনুষ্কার প্রাইভেসি পাবলিক করার?
আর মাত্র কয়েকদিনের মধ্যেই তাদের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে। কিন্তু এরই মধ্যে চুটিয়ে শুটিংয়ের কাজ শুরু করেছেন অনুষ্কা। বলিউড মায়েরা আবারও প্রমাণ করে দিচ্ছেন, প্রেগনেন্সি মানে ঘরে বসে আরাম করা নয় বরং যতটা সম্ভব নিজেকে খুশি রাখার এবং কাজের মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রাখা। তবে এসবের মাঝেই অনুষ্কার কিছু প্রাইভেট মোমেন্ট যেকোনোভাবে সবাই দেখতে পেয়ে যাচ্ছে।

একে তিনি এত বড় সুপারস্টার তারওপর বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা। তাই তার পিছন পিছন ক্যামেরা সব জায়গায় ঘুরবে তা বলা বাহুল্য। জিম থেকে শুরু করে বিরাটের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো মুহূর্ত, সবই যেন ফাঁস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। যা দেখে পাপারাৎজিদের ওপর বেজায় ক্ষেপে গেছেন অনুষ্কা।
তার সমস্ত প্রাইভেট মুহূর্ত এভাবে পাবলিক হয়ে যাওয়ায় একরাশ ক্ষোভ উগরে দেন তার একটি ইনস্টাগ্রামে পোস্টে। সেই পোস্টটিতে তিনি লেখেন, ‘এতবার বারণ করা সত্ত্বেও ফটোগ্রাফাররা আমাদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করল। দয়া করে এটা এখনই বন্ধ করুন’। পাশাপশি সেই সংবাদমাধ্যমের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।