মায়ের তুমুল শক্তি জীবনে আলোড়ন তোলে, জীবনে বিভিন্ন ক্ষেত্রে শক্তিতেই গড়ে ওঠে তাঁর সন্তানের পরিচয়। শুধুমাত্র মায়ের হাত সন্তানের মাথায় থাকলেই সন্তান স্বর্গ সুখ পায়।
তারা মায়ের কৃপায় সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে, সমস্ত বাধা-বিপত্তি নিশ্চিহ্ন হয়ে যাবে, সমস্ত দুর্ভোগ নিমেষেই কেটে যাবে,সব সময়েই সব রোগভোগ দূর করে মা তারার অপার শক্তিতে৷ সন্তানের কাছে মা সব সময়েই আছেন৷

আরও পড়ুনঃ সাতটি জিনিস যা আপনার সংসারকে সমস্ত বিপদ থেকে মুক্ত রাখবে
হিন্দুশাস্ত্র মতে , শুক্রবার শক্তির দিন, মাতৃ শক্তি অরাধনার দিন। এদিন তারা মায়ের অরাধনা করলে জীবনে আর কোনও সমস্যাই থাকে না। গৃহস্থে মায়ের আগমণ ঘটে। আর্থিক অনটন দূর হয় নিমেষে, মনের সব ইচ্ছে পূরণ হয়। সংসারে সুখ শান্তি বিরাজ করে।

আরও পড়ুনঃ জীবন খুশিতে ভরে ওঠে কালীঘাটের আনন্দময়ী মায়ের করুণায়…
পুরাণ অনুযায়ী, তারা মায়ের অরাধনা করার পাশাপাশি এক মনে ১০৮ বার তারা মন্ত্র জপ করলে দেবী প্রসন্ন হন। সংসার থেকে অর্থনৈতিক অভাব মিটে যায়, সামাজিক সম্মানও বৃদ্ধি পায়।