sahrukh-and-gauri-gives-their-office-for-corona
sahrukh-and-gauri-gives-their-office-for-corona
Advertisement

কলকাতা হান্ট ডেস্ক: করোনা বিরুদ্ধে শাহরুখ খানের অবদান নিয়ে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। অভিনেতা অক্ষয় কুমার 25 কোটি টাকা অনুদান করেছেন। কিন্তু সেই জায়গায় শাহরুখ খানের অবদান নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে।

এবার শাহরুখ খান নিজেই পদক্ষেপ নিলেন। নিজের চারতলা অফিস কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য দিয়ে দিলেন। যেখানে বাচ্চা ও বৃদ্ধদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার বানানো হবে।

তুমি নিজেই আবার প্রমাণ করে দিলেন তিনি শুধুমাত্র চলচ্চিত্র চরিত্রে ভালো মানুষ নন। বাস্তবিক জীবনে তিনি দেশের জন্য অনেক ভূমিকা রাখেন।