



বাংলা খবর ডেস্ক: প্রতিটি সিজনের বিগ বসের জন্য অপেক্ষা করে বসে থাকে দর্শকরা। বিগ বস মানেই সেখানে হবে একের পর এক নতুন নতুন ধামাকা। চলতি বছর বিগ বস সিজন একের পর এক চমক দিয়ে চলেছে। ইতিমধ্যেই বিগ বসের ঘরে প্রবেশ করেছেন এন্টারটেনমেন্ট ও ড্রামা কুইন রাখি সাওয়ান্ত।কিন্তু রাখি সঙ্গে মনোমালিন্য বেড়েই চলেছে বিগ বসের ঘরের আরেক প্রতিযোগী নিক্ক তাম্বোলির। আর এবার রাখি নিকির ঝগড়ার মাঝে পরে গেলেন সালমান খান। পরিস্থিতি সামাল দিতে বিগ বসের ঘরে প্রবেশ করলেন খোদ সাল্লু ভাই।




বিগ বস মানেই অন্দরমহলের তরজা। দীর্ঘ ১৪ বছর ধরে চলে আসছে বিতর্কিত এই শো। বিগ বসের অন্দরমহলে আপাতত উপস্থিত রয়েছেন বলিউড ড্রামা কুইন রাখি। রাখি থাকতে বিগ বসের ঘরে কি আর ড্রামার অভাব ঘটে। কিন্তু কিছুদিন আগেই বিগ বসের ঘরেই অভিনেত্রীর রাখি সাওয়ান্তের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন আরেক প্রতিযোগী জাসমিন। নিক্কির সঙ্গে রাখির মনোমালিন্য এতটাই বেড়ে গিয়েছে যে সবার বিছানা গুছিয়ে রাগলেও রাখির বিছানা গোছাচ্ছেন না নিক্কি। বর্তমানে নিক্কির উপর দায়িত্ব রয়েছে বেডরুম পরিষ্কার করার।




নিক্কি রাখির বিছানা পরিষ্কার করছেন না। এরপরেই নিক্কিকে সাল্লু জিজ্ঞেস করে কেন সে তার নিজের কাজ করছে না। সেই প্রশ্নের উত্তরে নিক্কি সরাসরি না করে দিয়ে বলেন তাকে রাখিকে ইগনোর করতে হবে। তাই সে রাখির বিছানা পরিষ্কার করবে না।




আর তারপরেই মঞ্চ ছেড়ে সোজা বিগ বসের ঘরে প্রবেশ করে সালমান খান। মাক্স পরে সেখানে গিয়ে রাখির বিছানা পরিষ্কার করেন তিনি। তবে, বেডরুম এলাকার দরজা ও লক ছিল যাতে বাড়ির সদস্যরা সেখানে প্রবেশ না করতে পারে। সকলের বারন করা সত্বেও সালমান বিছানা পরিষ্কার করতে থাকে। শেষে বলেন কোনো কাজই ছোট নয়। যার জেরে নিক্কি, রাখি সহ সকলেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে।



