দর্শকের নজর বেশিরভাগ সময় টলিও বলি তারকাদের পোশাক-আশাকের দিকেই থাকে। শুধু সেলেবদের পোশাক আশাক নয়, নজরে থাকে স্টার কিডসরাও। সেলেবদের মত স্টারকিড এর জনপ্রিয়তাও এখন তুঙ্গে। আর এই জনপ্রিয়তার তালিকায় প্রথমেই এখন যার নাম আসে তিনি হলেন শাহরুখ কন্যা সুহানা খান। বি-টাউনে এখনো পর্যন্ত পা না রাখলেও একজন অভিনেত্রীর থেকে কম জনপ্রিয়তা নেই তার।
শাহরুখ ও গৌরি খানের মেয়ে সুহানা খান এখনো পর্যন্ত বলিউডে পা রাখেন নি। তবু স্টাইল স্টেটমেন্টের চর্চার দিক থেকে শিরোনামে সর্বদা তার নাম থাকে। সোশ্যাল মিডিয়াতে তার অজস্র ফলোয়ার্স। তার পোষ্ট করা যে কোন ছবি বা ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়। অনুরাগীরা বলেন সুহানার ড্রেসিং সেন্স ঈর্ষণীয়।
সুহানার প্রত্যেকটি ছবিতে তাী গ্লামার যেন উপছে পড়ে। সাম্প্রতিক একটি কালো পোশাকে নজরে এসেছে সুহানা। সুহানা ছাড়াও ছবিটিতে দেখা যাচ্ছে তার আরও এক বান্ধবীকে। সেই বান্ধবীকে নিয়ে মিরর সেলফি নিয়েছেন সুহানা।
তবে এটুকু বলাই যায় যে রুপোলি পর্দায় এখনো পর্যন্ত দেখা না গেলেও তিনি অভিনেত্রী তো বটেই। একাধিকবার মঞ্চে অভিনয় করেছেন তিনি। থিয়েটারের মুখ্য চরিত্রেও দেখা গেছে তাকে। যদিও এখন অনুরাগীদের একটাই প্রশ্ন, কবে সুহানাকে দেখা যাবে বড় পর্দায়?