বাংলা খবর ডেস্ক: অবস্থার উন্নতি সৌমিত্রর, সাড়া দিচ্ছেন, খুলেছেন চোখ। আগের চেয়ে উন্নতি হলো সৌমিত্র চট্টোপাধ্যায় শারীরিক অবস্থা কাল সারা দিতে দেখা গিয়েছে । এই অভিনেতাকে তবে সুস্থ মানুষ যেমন সারা দেয় তেমন সাড়া দিচ্ছেন না । তিনি গতকাল তিনি অনেকদিন পরই চোখ খুলেছেন তার দেহে ইনফেকশন অনেকটা কমে গিয়েছে । আর জ্বর নেই এখন চিকিৎসকদের একটি কাজ সেটি হলো তার সচেতনতা বৃদ্ধি করা ।।
আরও পড়ুন – বদলাতে চলেছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। জেনে নিন কবে হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা।
একদিন অন্তর একদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডায়ালিসিস চলছে । তার মূত্র ত্যাগ স্বাভাবিক । তার চিকিৎসক অরিন্দম কর বলছেন আশা করছি তার কিডনি খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে । ইনফেকশন অনেকটাই ঠিক হয়ে গিয়েছে । শরীরে কোন জ্বর নেই সামনে অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ করে লিভারের কার্যক্ষমতা মোটামুটি ঠিকঠাকই আছে আর আমি এটা জোর দিয়ে বলছি যে গত সাত দিনের তুলনায় তার শরীর এখন ভালোই কাজ করছে ।
আরও পড়ুন – তীব্র জল সমস্যায় ভুগতে পারে এই ৩০ টি শহর,দেখেনিন কোন কোন শহরে দেখা দেবে জল সঙ্কট
85 বছরের সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে রয়েছে একাধিক কোমর্বিডিটি। আর সেটাই ভাবাচ্ছে চিকিৎসকদের । স্নায়বিক চিকিৎসক রা নিয়ে বহু ভাবনা চিন্তা করছে । তাকে ভেন্টিলেশন থেকে বের করে নেওয়ার সিদ্ধান্ত চলছে । আজ তার প্লাজমা থেরাপি ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে নেফ্রলজিস্ট তবে গত সাত দিনের তুলনায় তো এখন ভালোই কাজ করছে তিনি সরাও দিচ্ছেন তবে তার পুরোপুরি সুস্থ হতে এখনও কিছুদিন সময় লাগবে ।।