
২০২০ সালটি কারোরই ঠিকঠাক সুবিধায় কাটেনি। প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মানুষ কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। এমনকি বাদ যাননি অভিনেত্রীরাও টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশনের সম্পর্ক গেছে রসাতলে। ইতিমধ্যে তাদের মধ্যে বেড়েছে গিয়েছে সামাজিক দূরত্ব। এমনকি শ্রাবন্তী তার নিজের নামের পদবী থেকে ‘সিং’উড়িয়ে দিয়েছেন। এই খবরই এখন সরগরম।
তাদের সম্পর্কের ভাঙ্গার পেছনে কার কতখানি কৃতিত্ব এইসব নিয়েই চর্চা চলছে টলিপাড়ায়। এরইমধ্যে আরো টুইস্ট চলে আসে এই কাহিনীতে। গানে গানে শুরু হয় মান-অভিমানের লড়াই। কখনো শ্রাবন্তী গাইছেন ‘চুরাকে দিল মেরা’ তো কখনো ‘নেহি বেবফা ওহ, ইয়ে মুছকো খবর হ্যায়’, অর্থাত্ আমি জানি সে বিশ্বাসঘাতক নয়।
সম্প্রতি রোশন একটি ভিডিও রিল ইন্সটাগ্রামে পোস্ট করেন যেখানে একজন রোশনকে প্রশ্ন করে তোমাকে কে ধোঁকা দিয়েছে? উত্তরে রোশন বলেন ‘আমি’। পরের প্রশ্ন আসে তোমাকে কে ভালবাসেনি? উত্তরে রোশন জানান ‘আমি’। পরের প্রশ্ন আসে বরবাদ কে হয়েছে? উত্তরে রোশন সেই ‘আমি’। শেষ প্রশ্ন ছিল এখন কে একা? সেখানেও রোশন জবাব দেয় ‘আমি’। এমন ইঙ্গিতপূর্ণ ভিডিয়ো পোস্ট করার পাশাপাশি রোশন ক্যাপশনে লেখেন, জাস্ট ফর ফান অর্থাৎ শুধু মজা করার জন্য।
অবশ্য রোশনের বন্ধুরা রোশনকে জানিয়েছেন যে তাঁরা তাঁর পাশে রয়েছেন। তাই নতুন বছরে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন রোশন, সেই ছবিও ইন্সটাগ্রামে পোস্ট করেছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী।