বাংলা খবর ডেস্ক: ২০২১ সালের রাজ্য নির্বাচনের মাস খানেক আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে সরকারের “স্বাস্থ্য সাথী” স্বাস্থ্য প্রকল্পটি রাজ্যের পুরো জনগণকে আচ্ছন্ন করবে। এই সিদ্ধান্তটি ২০২০ সালের ১ লা ডিসেম্বর থেকে প্রযোজ্য হবে এবং এই রাজ্যের সকল মানুষ তাদের ধর্ম বর্ণ নির্বিশেষে এই প্রকল্পের আওতায় আসবে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন,“এর আগে আমরা ‘স্বাধীন সাথী’-এর আওতায় কমপক্ষে ৫ কোটি লোকের নাম তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আজ ঘোষণা করছি যে পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবার, প্রতিটি মানুষই সে শিশু বা বৃদ্ধা বা নারী, তাদের ধর্মীয় স্নেহ নির্বিশেষে হোক না কেন, এই প্রকল্পের আওতাভুক্ত থাকুন,”
তিনি আরো বলেন যে, “যাদের কোন স্বাস্থ্য বীমা নেই তাদের প্রত্যেকের জন্য স্বাস্থ্যসাথী থাকবে। এই প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমার সুবিধা থাকবে। রাজ্যের প্রায় সাড়ে ৭ কোটি মানুষ এই সুবিধা পাবেন । তবে যারা অন্য কোনো সরকারি স্বাস্থ্য পরিসেবা পেয়ে থাকেন তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। “
প্রতিটি পরিবারকে এই প্রকল্পের সুবিধা পেতে একটি করে স্মার্ট কার্ড সরবরাহ করা হবে।