বাংলা খবর ডেস্ক: এদিন স্পট গোল্ড বিশ্ববাজারে রেকর্ড পতন দেখা গিয়েছে সোনার দামে। গত ৪ বছরে সোনার এই পতন প্রথম। গত কিছু দিন আগেও সোনার দাম ছিল আকাশছোঁয়া। মধ্যবিত্ত দের সাধ থাকলেও সাধ্য ছিলোনা সোনার জিনিস কেনার। এতটাই বৃদ্ধি পেয়েছিল সোনার দামে। কিন্তু নভেম্বর মাস আসতেই সোনার দাম বেশ নিনম্মুখী।
করোনা অতিমারির জেরে সোনার দাম বেড়ে গিয়েছিল আরো। এমনি কাজ হারিয়ে ছিল মানুষ তার ওপর সোনার দাম দেখে সোনার জিনিস করার কথা ভুলতে বসেছিল মানুষ। কিন্তু এই মরন ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার ও আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তনের পরেই আসা করা যাচ্ছে সোনার দাম পড়বে অনেকটাই। গত ৪ বছরে এই নভেম্বরের শেষে সব থেকে বেশি পতন দেখা গেছে সোনার দামে।
বিয়ের মরসুম প্রায় চলছে। সবার জন্য সুখবর দিয়ে কমছে সোনার দাম।
গতকাল কলকাতাতে সোনার মূল্য ছিল ১০ গ্রামে ৪৭, ৫০০টাকা। কাল ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৪,৭৫০ টাকা। আজ বেড়ে হয়েছে ৪,৭৫১, ৮ গ্রামের দাম ৩৮০০টাকা, আজ হয়েছে ৩৮,০০৮ টাকা,১০ গ্রাম সোনার দাম ৪৭,৫০০ টাকা, আজ দাম ১০ টাকা বেড়ে হয়েছে ৪৭,৫১০ টাকা , ১০০ গ্রামের দাম ৪,৭৫,০০০ টাকা আজ ১০০ টাকা বেড়ে হয়েছে ৪, ৭৫,১০০টাকা।
গতকালের তুলনায় রুপোর দাম ও সামান্য বেড়েছে। একবার আজ বাজারে রুপোর মূল্য কত দেখে নেওয়া যাক। ১গ্রাম রুপোর মূল্য ৬২.৪০ টাকা, গতকাল ছিল ৬১.৭০ টাকা,০.৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একশো গ্রাম রুপোর দাম ৬,২৪০ টাকা কাল ছিল ৬,১৭০ টাকা। আর ১০০ কেজি রুপোর মূল্য ৬২,৪০০ টাকা। আশা করা যাচ্ছে পরে আরো দাম কমবে ভ্যকসিন পুরোপুরি এলে।