- আপনার রাশি বেছে নিনঃ
মেশরাশি » বৃষরাশি » মিথুনরাশি » কর্কটরাশি » সিংহরাশি » কন্যারাশি » তুলারাশি » মীনরাশি » কুম্ভরাশি » মকররাশি » ধনুরাশি » বৃশ্চিকরাশি
২০২১ সালের কর্মজীবন :
ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে এই বছর মিশ্র ফলাফল আস্তে চলেছে। মঙ্গল দশম গৃহে বা কর্মস্থানে অবস্থান করবে বছরের শুরু থেকে ফলে কর্মক্ষেত্রে অগ্রগতির পথ প্রশস্ত হবে। প্রতিটি কাজ সফল ভাবে সম্পন্ন করতে হবে। এর সঙ্গে শনির সপ্তম ভাবে সারাবছর স্থিত হওয়ায় কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন। এটি চাকরি প্রার্থী ও পদোন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এপ্রিলের মাঝামাঝি আপনার পক্ষে কিছুটা কষ্টসাধ্য হবে। ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন। তাই এই সময় সাবধানতা অবলম্বন করুন। মহিলা সহকর্মীর সঙ্গে বিরোধ ঘটতে পারে যা কর্মজীবন ও ব্যাক্তিগত জীবনকে কলংকিত করতে পারে। এই পরিস্থিতিতে নিজের ক্রোধ কে নিয়ন্ত্রণ করুন।

জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আপনার পক্ষে অনুকূল হবে। এপ্রিল মাসে কর্মসূত্রে প্রবাসে যেতে হতে পারে। ব্যাবসায়ীরা সপ্তমে শনি ও বৃহস্পতির শুভ ফল পাবে। এই সময় ব্যাবসায়ে বৃদ্ধি ও পাশাপাশি নতুন উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ আসবে। সামাজিক ক্ষেত্রে আপনি অংশগ্রহণ করতে পারেন। যা ব্যাবসার সঙ্গে সম্মান ও খ্যাতি বৃদ্ধি করতে পারে। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বছরটি অনুকূল হবে। তবে কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
২০২১ সালের আর্থিকজীবন :
শুভ গ্রহের দৃষ্টির ফলে আর্থিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। বছরের শুরুটা ওমসার মধ্য দিয়ে শুরু হবে এক্ষেত্রে ব্যয় কে নিয়ন্ত্রণ করতে হবে। মার্চ থেকে মে মাসের মধ্যে আর্থিকজীবনে কিছুটা পরিবর্তন আসবে এবং সরকারি আনুগত্বলাভে কিছুটা উপকৃত হতে পারেন। পুরোনো ঋণ ও বকেয়া পরিশোধ করতে আপনি সক্ষম হবেন।

এই বছর স্বাস্থ্যের কারণে কিছুটা ব্যয় হতে পারে। মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবে। অগাস্ট মাস থেকে অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু আয় হতে পারে। জীবনসঙ্গিনীর জন্য কিছু ব্যয় হলেও আর্থিক সঙ্গতি ঠিক থাকবে। মার্চ মাস আর্থিক দিক থেকে শুভ হবে।
২০২১ সালের শিক্ষাজীবন :
এই বছর শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে পরিশ্রম করে এগোতে হবে। শিক্ষার ক্ষেত্রে এই বছরটি উদ্বেগ সৃষ্টিকারী হতে চলেছে। বছরের শুরুটা ভালো হবে এবং এই শুভ ফলাফল আপনি পাবেন। পপরিশ্রমের ফল অবশ্যই আসবে তবে সময় লাগবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে।

ভাগ্য আপনার পক্ষে থাকবে। শিক্ষক শিক্ষিকার সাহায্য পাবেন। জানুয়ারি ও অগাস্ট মাস শুভ হতে চলেছে। কেতুর পঞ্চমে অবস্থান সারাবছর শিক্ষার্থীদের মন বিভ্রান্তিমূলক হতে চলেছে। লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়তে পারেন।
২০২১ সালের পারিবারিকজীবন :
পারিবারিক জীবনে বহু প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। বছরের শুরু অনুকূল হবেনা। শনি চতুর্থ গৃহে থাকার ফলে পারিবারিক সুখ থেকে বঞ্চিত হবেন। পারিবারিক সমস্যায় আপনাকে মানসিক চাপের মধ্যে থাকতে হবে। পরিবারের সদস্যরা অসন্তুষ্ট থাকবেন।

হতাশার কারণে মন বিভ্রান্তিময় হবে। প্রতিটি বিবাদ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। পারিবারিক দ্বন্দ্ব যেকোনো বিষয় নিয়ে শুরু হতে পারে। এবং তা দীর্ঘস্থায়ী হবে। ভ্রাতা ভগিনীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। শনি ও মঙ্গলের প্রভাব আপনার পারিবারিক জীবনে পড়বে ও অসন্তোষ বৃদ্ধি পাবে।
২০২১ সালের বিবাহিত জীবন ও সন্তান :
বিবাহিত জাতক জাতিকা এই বছর মিশ্র ফলাফল লাভ করবেন। গ্রহের অবস্থানের ভিত্তিতে অনেক ক্ষেত্রে উত্তেজনার সৃষ্টি হবে। শুভ গ্রহের প্রভাবে শুভ ফল পাবেন এবং বিবাহিত জীবন সুখের হবে। অশুভ গ্রহের গোচরে পরস্পরের প্রতি আকর্ষণের অভাব থাকবে। জীবনসঙ্গীর প্রভাব অধ্যাত্বিকতাবাদের দিকে এগোবে এবং যা আপনার বিবাহিত জীবনে প্রত্যক্ষ প্রভাব ফেলবে। এক্ষেত্রে জীবনসঙ্গীকে সময় দিন।

১৪-ই জানুয়ারি থেকে ১২-ই ফেব্রুয়ারী মধ্যে বিবাহিত জীবনে বেশ কিছু পরিবর্তন ঘটবে। শনি রাশিচক্রে সপ্তমঘরে স্থিত হবে। যার ফলে উভয়ের মধ্যে আনুগত্যের অভাব থাকবে। জানুয়ারির শেষে মকররাশিতে শুক্রের গোচর বিবাহিত জীবন সুখের করে তুলবে। একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবেন। উভয়ে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। ২-রা মার্চ থেকে ২০-শে জুলাই এর মধ্যে মঙ্গল নিজরাশিতে সঞ্চার হবার ফলে বিবাহিত জীবনে পুনরায় সমস্যা দেখা দিতে পারে। অন্যদিকে উভয়ে কোনো ছোট ব্যবসা শুরু করলে তা শুভ ও উন্নতির পথ দেখতে পারে।
কেতুর উপস্থিতি আপনার রাশিতে শুভ নয় বিশেষত সন্তানের পক্ষে। সারাবছর সন্তানের ছোটোখাটো সমস্যা থাকবে। তবে সন্তানের আত্মবিশ্বাস ধাপে ধাপে বাড়বে ও সফলতা আসবে দেরিতে।
২০২১ সালের প্রেমজ জীবন :
প্রেম ভালোবাসার ক্ষেত্রে স্বাভাবিকের থেকে ভালো ফলাফল পেতে চলেছেন। বছরের শুরু থেকে ফেব্রুয়ারী মাস পর্যন্ত শুভ ফল পাবেন। মার্চের মাঝামাঝি সময় থেকে সম্পর্কের জটিলতা বৃদ্ধি পাবে। মার্চ ও এপ্রিল মাসে প্রেম ভালোবাসার ক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটতে চলেছে। এই সময় একে অপরের সান্নিধ্যে সুসময় কাটাতে পারবেন। আপনার সঙ্গীর সঙ্গে সব কিছু ভাগ করে নিতে সক্ষম হবেন।

মে, অগাস্ট ও সেপ্টেম্বর মাস শুভ বলে মনে করা হয়। তবে গ্রহের অবস্থানের ভিত্তিতে সম্পর্কের স্থিরতা, স্থায়িত্ব, নির্ভর করবে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রমান করতে হবে। সম্পর্ককে মজবুত করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। ভালোবাসার মানুষের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে। এইসময় মানসিক চাপ বাড়বে। ও উত্তেজনা বৃদ্ধি পাবে। একে অপরের সঙ্গে বিবাদ ও ভুল বোঝাবুঝি পারস্পরিক আলাপচারিতার মাধ্যমে মেটাতে হবে।
২০২১ সালের স্বাস্থ্যজীবন :
শারীরিক দিক থেকে আপনাকে যত্নশীল হতে তবে। শনি সারাবছর সপ্তমভাবে অবস্থান করবে। এবং সপ্তম ও অষ্টমপতি চতুর্থভাবে দৃষ্টি দেবেন এবং বৃহস্পতিও সপ্তমে অবস্থান করবেন ফলে স্বাস্থ্যহানি ঘটবার সম্ভাবনা রয়েছে। এই সময় সতর্কতা অবলম্বন না করলে সমস্যায় পড়বেন।

যানবাহন নিয়ে যারা চলাফেরা করেন তারা এই বছরটি সাবধানতার সঙ্গে গাড়ি চালান। জানুয়ারি ও এপ্রিলের মাঝামাঝি সময়ে স্বাস্থ্য ভালো থাকবে না। খাদ্য ও পানীয় সঠিক সময়ে গ্রহণ করুন। ১৫-ই সেপ্টেম্বর থেকে ২০-শে নভেম্বরের মধ্যে স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি ঘটবে। তবে শারীরিক ব্যাধি থেকে সম্পূর্ণ মুক্তি মিলবেনা। কর্মক্ষেত্র, ব্যবসা ও পারিবারিক বিভিন্ন চাপের ফলেও স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা রয়েছে। শরীর অসুস্থ বুঝলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।