- আপনার রাশি বেছে নিনঃ
মেশরাশি » বৃষরাশি » মিথুনরাশি » কর্কটরাশি » সিংহরাশি » কন্যারাশি » তুলারাশি » মীনরাশি » কুম্ভরাশি » মকররাশি » ধনুরাশি » বৃশ্চিকরাশি
২০২১ সালের কর্মজীবন :
এই বছর ধনুরাশির জাতকজাতিকদের পক্ষে অনুকূল সময়। এই সময় কর্মক্ষেত্রে বহুভাবে সাফল্য আসবে। আপনার সহকর্মী ও উর্ধতন কর্তৃপক্ষ আপনাকে বিভিন্ন ভাবে সহায়তা করবে। কর্মজীবনে অগ্রগতি ও নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে চলার ক্ষেত্রে কাছের মানুষের উৎসাহ পাবেন। শুভ গ্রহ অবস্থানের ভিত্তিতে মে, জুন, অগাস্ট, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাস অত্যন্ত শুভ হতে চলেছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে সময়ের আগে সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। মে এবং অগাস্ট মাসে কর্মস্থল পরিবর্তন করতে ইচ্ছুক হলে তা মনজুর হবে সহজেই। পেশা বা কর্মক্ষেত্র পরিবর্তনে ইচ্ছুক জাতক জাতিকারা রবির প্রভাবে শুভ ফল পাবেন। এই সময় রবি ভাগ্যস্থানে থাকবে। নভেম্বর মাসে কর্মসূত্রে বিদেশে ভ্রমণ হতে পারে।

কর্মক্ষেত্রে গুপ্তশত্রুরা সক্রিয় হবে, আপনাকে সতর্কতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ব্যাবসায়ীরা শুভ ফল পাবেন। অংশীদারি ব্যাবসায়ে সাফল্য আসবে।
২০২১ সালের আর্থিকজীবন :
অর্থনৈতিক জীবনে শুভ পরিবর্তন এই বছর ঘটতে চলেছে। শনি সারাবছর দ্বিতীয় ঘরে অবস্থান করবে ফলে আর্থিক ভাগ্যকে শক্তিশালী করে তুলবে পরিশ্রমের অনুপাতে। উপার্জনের বিভিন্ন দিক খুলতে পারে। গ্রহের গোচরে জুলাই থেকে অক্টোবর এবং জানুয়ারির শেষ ভাগ আপনার পক্ষে শুভ হতে চলেছে।

ভাগ্য সহায় থাকবে। ধারাবাহিক ভাবে আয়বৃদ্ধি ঘটতে পারে। আর্থিক অবস্থার উন্নতির ফলে মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। দ্বাদশে কেতু সারাবছর অবস্থান করে ব্যয় চলতে থাকবে। ডিসেম্বরের শেষে ব্যয় অত্যধিক হার বৃদ্ধি পাবে। এর আগে থেকে আপনাকে সঞ্চয় করতে হবে। অন্যথায় আর্থিক সংকটের মুখে পড়তে পারেন।
২০২১ সালের শিক্ষাজীবন :
এইবছর ধনুরাশির জাতক জাতিকারা অপরিসীম সাফল্য পাবে শিক্ষার ক্ষেত্রে। কঠোর পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন। রাহু ষষ্ঠস্থানে সারাবছর বিরাজ করবেন ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাপঃল্ল অবশ্যই পাবেন। রাহুর শুভ অবস্থানে ভাগ্য পরিবর্তনশীল। দ্বিতীয় গৃহে বৃহস্পতির সঙ্গে শনির উপস্থিতির ফলে পরীক্ষায় সাফল্য ও আশাব্যাঞ্জক ফলাফল লাভ করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে জানুয়ারি ও এপ্রিল মাস, মে- এবং সেপ্টেম্বর মাস আপনার পক্ষে শুভ বলে মনে করা হচ্ছে। এইসময় প্রতিটি বিষয় বুঝে আয়ত্তে আনতে আপনি সক্ষম হবেন।

বিদেশে পাড়ির ক্ষেত্রে সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে স্বপ্নপূরণ হতে পারে। এবং প্রতিষ্ঠিত কলেজ বা স্কুলে ভর্তি হতে সক্ষম হবেন। ফেব্রুয়ারি ও মার্চ মাসে সতর্কতা অবলম্বন করুন। কারণ এই সময়ে আপনি অমনোযোগী হয়ে পড়তে পারেন। এই ক্ষেত্রে মনকে একাগ্র রাখুন ও নিজের লক্ষ্যে অবিচল থাকুন। স্বাস্থ্যহানির ফলে লেখাপড়ায় ব্যাঘাত ঘটতে পারে। এক্ষেত্রে সুষম আহার গ্রহণ করুন এবং ইলেক্ট্রনিক্স গ্যাজেট থেকে নিজেকে দূরে রাখুন।
২০২১ সালের পারিবারিক জীবন :
পারিবারিক জীবনে সারাবছর শ্রীবৃদ্ধি ও উন্নতি ঘটতে চলেছে। পরিবারে চলমান সকল সমস্যার নিস্পত্তি ঘটতে পারে। শনি চতুর্থগৃহে থাকায় সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং ভ্রাত্বিত্ব ও সংহতি বজায় রাখবে। এছাড়া বৃহস্পতির সংমিশ্রণ শনির সঙ্গে পরিবারের সুখ সমৃদ্ধিকে বৃদ্ধি করে সহায়তা করবে। গৃহ সংস্কারের দিকে মনোযোগী হতে পারেন। গৃহে বিবাহযোগ্য কোনো সদস্য থাকলে বিবাহের নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হতে পারে। গৃহে নতুন অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে।

জানুয়ারি থেকে এপ্রিল এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ও নভেম্বরের মাঝামাঝি সময়ে পারিবারিক ভ্রমণের সম্ভাবনা থাকছে। ভ্রাতাভগিনীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। পিতার স্বাস্থ্যের উন্নতি ঘটবে।
২০২১ সালের বিবাহিত জীবন ও সন্তান :
এই বছর ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখের হতে চলেছে। স্ত্রীর স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা রয়েছে তবে সময়ের সাথে পরিস্থিতি আপনার আয়ত্তে আসবে। বছরের শুরু থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক নিবিড় হবে। মার্চ মাসে বিবাহিত দম্পতিদের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এই সময় তারা সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে পারবেন।

এপ্রিল থেকে দাম্পত্যজীবন উত্থানপতনের মধ্যে দিয়ে চলবে। এপ্রিল ও মে মাসে মঙ্গল সপ্তমস্থানে থাকায় সম্পর্কের অবনতি ঘটতে পারে। এই সময় স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। একইসাথে সন্তান ও লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে সন্তানের পাশে থেকে তাকে সাহায্য করুন। তবে ধীরে ধীরে সন্তান উন্নতি করবে এবং আপনি আনন্দিত বোধ করবেন।
২০২১ সালের প্রেমজ জীবন :
প্রেমভালোবাসার ক্ষেত্রে এই বছরটি মঙ্গলজনক হবেনা। সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকলেও বিবাদ চলতে থাকবে। বছরের শুরুতে মঙ্গল পঞ্চমভাবে থাকায় ভালোবাসার সম্পর্ক সংঘাতে পরিণত হবে। এই সময় উভয়কে সংবেদনশীল হতে হবে। ফেব্রুয়ারি মাসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। তখন আলাপচারিতার মাধ্যমে বিবাদের নিস্পত্তি করার চেষ্টা করুন।

এপ্রিল, জেলায় ও সেপ্টেম্বর মাস সম্পর্কের ক্ষেত্রে শুভ হবে। মার্চ মাসে উভয়ের মধ্যে বিবাদ বাড়বে। যেকোনো বিষয় বা পরিস্থিতি যেমনই হোক কোনো তৃতীয় ব্যাক্তির হস্তক্ষেপ থেকে বিরত থাকুন। অন্যথায় সম্পর্ক চিরতরে জন্য নষ্ট হয়ে যেতে পারে।
২০২১ সালের স্বাস্থ্যজীবন :
স্বাস্থ্য এই বছর স্বাভাবিক থাকবে। শনি কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে তবে কোনো জটিল রোগের সম্ভাবনা নেই। এছাড়া দশম গৃহে কেতুর উপস্থিতির কারণে জ্বর,সর্দিকাশি, প্রভৃতি ঘটতে পারে। তবে নিত্তনৈমিত্তিক জীবনে এর প্রভাব পড়বেনা।

যেকোনো সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করুন। মুক্ত পরিবেশে সময় কাটাতে চেষ্টা করুন।