the-corona-virus-has-taken-big-shape-in-italy
the-corona-virus-has-taken-big-shape-in-italy
Advertisement

ইতালিতে ভয়াবহ আকার নিয়েছে করোনা ভাইরাস। একদিনে মৃত্যু হল রেকর্ড ৩৬৮ জনের। ইউরোপের সুন্দর এ দেশটি এখন এক কথায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। .

রোববার ২৪ ঘণ্টায় এ প্রাণঘাতী ভাইরাসে ওই রেকর্ডসংখ্যক মানুষের মৃত্যুতে জনমনে আরও আতঙ্ক ছড়াচ্ছে।

স্পেনের ফার্স্ট লেডিরও নভেল করোনা পজিটিভ। বিশ্বজুড়ে দশ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত। নিরাপত্তার খাতিরে বাকিংহাম প্যালেস ছেড়ে উইন্ডসর ক্যাসেলে গিয়ে থাকছেন ইংল্যান্ডের রানি। ভারতে এখনও পর্যন্ত আক্রান্ত ১১০ জন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ২৪ হাজার ৭৪৭ জন। চিকিৎসাধীন আছেন ২০ হাজার ৬০৩ জন। .

তাদের মধ্যে ১৮ হাজার ৯৩১ জনের অবস্থা স্থিতিশীল অথবা উন্নতির দিকে এবং বাকি এক হাজার ৬৭২ জনের অবস্থা আশঙ্কাজনক।এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৩৩৫ জন। আক্রান্তের সংখ্যা অনুপাতে মৃত্যুর হার ৪৪ শতাংশ এবং সুস্থতার হার ৫৬ শতাংশ। .

ইউরোপের দেশটিতে দিন দিন অবস্থার অবনতি হচ্ছে। এদিকে করোনাভাইরাসের কারণে ইতালিতে জরুরি অবস্থা জারি করে পুরো দেশকে লকডাউন করা হয়েছে।ফার্মেসি ও খাবার দোকান ছাড়া সব কিছু বন্ধ রয়েছে। ফলে গোটা ইতালি থমকে আছে। অর্থনৈতিক অবস্থা অবনতির দিকে।

প্রত্যেকটা দেশ নিজেদের বিচ্ছিন্ন করছে। বন্ধ করছে সীমান্ত। পরিস্থিতি যত খারাপ হচ্ছে, ততই চিনের বিরুদ্ধে অভিযোগ আরও জোরদার হচ্ছে। কেন চিনের নেতা শি জিংপিং আরও শুরুতে সতর্ক হলেন না। তা নিয়ে সুর চড়াচ্ছেন অনেকেই।