নতুন বছরের শুরুতেই টলিপাড়ার বেশ চর্চায় আছেন অভিনেত্রী নুসরত জাহান। ইতিমধ্যেই একটি জল্পনা ছড়িয়ে পড়েছে নুসরাতের বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। নতুন বছরে জুটি বেঁধে আসতে চলেছে জস ও নুসরাত। তবে ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে তাদের অফ স্কিন রোমান্স নিয়েও। বর্তমানে জস,নুসরাত ও মিমি মিলে রাজস্থানে সময় কাটাচ্ছেন।
View this post on Instagram
আর এই একাকী ঘুরতে যাওয়া নিয়েই জল্পনা আরো তুঙ্গে হয়েছে তাদের সম্পর্ক নিয়ে। এছাড়াও জল্পনা আরো বাড়িয়ে সম্প্রতি নুসরাত ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করে তার ক্যাপশনে লিখেছেন, ” কখনো কখনো ভুল সিদ্ধান্ত, সঠিক পথের সন্ধান দেয়।” আর তাতেই জল্পনা ছড়িয়েছে তবে নুসরত কি ভুল সিদ্ধান্ত বলতে বিবাহ র কথা বলেছেন বা তিনি কি আবার নতুন করে প্রেমে পড়েছেন কারোর?
View this post on Instagram
নেটিজেনরা মনে করছেন, ‘এসওএস কলকাতার’ শুটিং থেকেই নাকি তারা নতুন সম্পর্কে জড়িয়েছেন। তার মধ্যে আবার ঘি ঢেলে সম্প্রতি জস নুসরাতের একটি পোস্ট এ কমেন্ট করেছেন, ‘তুমি ডানা না মেলতে পারলে আমারটা নিতে পারো।’ যার প্রত্যুত্তরে আবার নুসরত লিখেছেন, ‘ তুমি যদি স্বর্গ খুঁজে না পাও, তবে আমি তোমার সাথে নরক পর্যন্তও যেতে রাজি।’ আর এসব দেখেই জল্পনা আরো তীব্র হচ্ছে।