



বাংলা খবর ডেস্ক: আমরা অনেকেই চুল কালার করার জন্য বিভিন্ন পার্লারে বা কোন হেয়ার স্পেশালিস্ট এর কাছে যাই। আর খুব অল্প সময়ে আমাদের চুল কালার হয়ে যায়। তবে বারবারই কালার করার জন্য চুল নষ্ট হয়ে যেতে পারে। এবং চুল লাল হয়ে যায়। এর জন্য আমরা বাড়িতেই সহজ পদ্ধতিতে চুল কালো করতে পারি। কিন্তু অবশ্য এটা ঘরোয়া পদ্ধতি বলে নিয়মিত ব্যবহার করলে ই ফল দ্বিগুণ পাবেন।




আমাদের চুলের জন্য নারকেল তেল খুবই উপকারী একটি জিনিস। নারকেল তেল মাখলে চুল ঘন ও সুন্দর হয় আমরা সকলেই জানি।কিন্তু এই নারকেল তেলের গুন দ্বিগুণ করতে নারকেল তেলের সঙ্গে বেশ কিছু জিনিস মিশিয়ে মাথায় মাখলে নারকেল তেলের গুনাগুন হয়ে যায়। আর আমাদের মাথার চুল পড়া বন্ধ হয়ে যায়। চলুন দেখে নেই কি কি উপকরণ দিয়ে নারকেল তেল ব্যবহার করা যায়।
- কেশুতি পাতার রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে মাখলে চুল পড়া বন্ধ হয় এবং চুলের রং কালো হতে বেশি সময় লাগবে না। এই কেশুতি পাতা চুলের জন্য খুবই উপকারী।
- শীতকালে আমলকি আমরা সবাই খেয়ে থাকি।এই আমলকি খাওয়া যেমন উপকার তেমনি আমলকি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় মাথাটাও ঠিক তেমনি উপকারের।
- আমাদের রান্নাঘরে এই উপকরণটি সব সময় চোখে পড়ে। মেথি, মিথি এমন একটা জিনিস যা চুল আরো সুন্দর করতে সাহায্য করে।এবং মেথি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাখলে চুল পড়া ও চুল কালো করতে সাহায্য করে।
- লাল জবা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় চুলের রং কালো হয়ে যায়।
এগুলো সপ্তাহে তিনদিন করলে আপনার চুল ঘন কালো সুন্দর হয়ে উঠবে। যেহেতু এগুলো প্রাকৃতিক উপাদান তার জন্য এগুলো নিয়মিত করতে হবে ভালো ফল পাওয়ার জন্য। আর শুধু এগুলো করলেই নয় তার সঙ্গে রাখতে হবে নিজের শরীরের যত্ন। দিনে 10 11 ক্লাস জল খেতে হবে এবং ভিটামিনযুক্ত খাবার খেতে হবে তার সঙ্গে। তবেই আপনার চুল ঘন কালো সুন্দর হয়ে উঠবে।



