



বাংলা খবর ডেস্ক: নতুন বছর শুরু হতে না হতেই ঢুকে পরল করোনাভাইরাস। বছরের শুরুতে প্রথম করোণা পজেটিভ পাওয়া গেল লাক্ষাদ্বীপে। গতকাল লাক্ষাদ্বীপপুঞ্জের তরফ থেকে জানানো হয়েছে ।




জানা গিয়েছে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাটেলিয়ানের সদস্য গত 3 জানুয়ারি কচি থেকে রাজধানী দিল্লিতে জাহাজে চেপে গিয়েছিলেন আর সেখান থেকে লাক্ষাদ্বীপ ফিরে এসে করোনা টেস্ট করান এবং তার রিপোর্ট পজেটিভ তবে তার বাড়ি লাক্ষাদ্বীপ নয় এমনটা জানা গিয়েছে আর বিধি মেনে কচি থেকে আসা ব্যাটেলিয়ান দের কোয়ারেন্টাইনে থাকা অনুরোধ করা হয়েছে।




এতদিন পর্যন্ত লাক্ষাদ্বীপ করণা আক্রান্তের কোন হদিস মেলেনি প্রথম বছরের শুরুতে সেখানে পাওয়া গেল নতুন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে যারা যারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদেরকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। সংক্রমণ রুখতে জাহাজ পরিবহণ-সহ সবরকম আন্তঃদ্বীপ যাতায়াত বন্ধ করে দিয়েছে লাক্ষাদ্বীপ প্রশাসন।



