এই জনপ্রিয় মডেল অভিনেত্রীর মাথায় উঠেছিল ২০১৭ সালের মিস ওয়ার্ল্ডের মুকুট। বিশ্ব সুন্দরী খেতাব জিতে তিনি এবার পা রাখতে চলেছেন বলিউডে। তিনি বলিউডের নামকরা প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ছবি ‘পৃথ্বীরাজ’ -এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে চলেছেন। হ্যাঁ, তিনি হলেন মানসী চিল্লার।
বলিউডে খবর অনুযায়ী, গতকাল তিনি একটি বিমান বন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন এবং তার পর থেকেই বিশ্ব সুন্দরী কে নিয়ে শুরু হয়েছে বেশ কিছু আলোচনা, করা হচ্ছে ট্রোলও। কিন্তু নেটিজেনরা কেন তাকে নিয়ে করছে এত ট্রোল।
আসলে ভাইরাল এই ভিডিওটিতে মানসী ছিল্লারকে একটি নতুন ব্লাক টি-শার্ট পরতে দেখা যায়। কিন্তু ভুলবশত তিনি ওই টি-সার্টটির প্রাইস ট্যাগটি খোলেননি। এই দৃশ্য ক্যামেরাবন্দি হয় সবার কাছে। আর তারপর থেকেই শুরু হয় বিভিন্ন দুষ্টু মিষ্টি কথা।
ভিডিও ক্যামেরা চলাকালীন তিনি সাংবাদিকদের অভিনন্দনও জানান। সেই সময় তার পরনে ছিল একটি ফুল স্লিভস টিশার্ট আার নীল ডেনিম। তবে টি-শার্ট থেকে প্রাইস ট্যাগটি তুলতে ভুলে গেছেন বলেই ট্রোলের শিকার হলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড।