বাংলা খবর ডেস্ক: পাবজি গেম ব্যান করেছিল ভারত সরকার সেপ্টেম্বর মাসে। কিন্তু তারপরেও বহু মানুষ এই গেম খেলা বন্ধ করেনি। ৩০ শে অক্টোবর পাবজি গেম পুরোপুরি বন্ধ করে দেয় ভারত সরকার। তার কারণ পাবজির সংস্থাটি ভারতীয় সার্ভার বন্ধ করে দেয়।
আরও পড়ুন – জেনে নিন আজকের রাশিফল রবিবার ৮ নভেম্বর ২০২০
ডিসেম্বর মাসে আবারো ভারতে ফিরছে পাবজি। অপেক্ষা আর কয়েক দিনের। ইতিমধ্যে পাবজি মোবাইল, পাবজি লাইট ভারতে ফেরানোর তোড়জোড় শুরু করে দিয়েছে পাবজি সংস্থাটি। গ্লোবাল ক্লাউচ সার্ভিস প্রোভাইডার-এর সঙ্গেও কথা বলেছে সংস্থাটি। ইতিমধ্যে ভারতের অফিসে কর্পোরেট ডেভলপমেন্ট ডিভিশন ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে পাবজি কর্পোরেশন।
আরও পড়ুন – বাড়ছে শীতের দাপট, হতে পারে বৃষ্টি, জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন
পাবজি গেমের ডেভেলপার সংস্থা হল পাবজি কর্পোরেশন। এটি দক্ষিণ কোরিয়ার একটি সংস্থা। কিন্তু ভারতে পাবজি মোবাইল অ্যাপ টি নিয়ন্ত্রণ করত টেন্সেন্ট গেমস নামের একটি চীনা সংস্থা। তবে ইতিমধ্যেই চীনের টেন্সেন্ট গেমস -এর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাবজি কর্পোরেশন। ভারতের বাজারে ব্যবসার সুযোগ কোনো ভাবেই হাত ছাড়া করতে চাইছেন না তারা।