



ঘটনাটা ঘটে টিম ইন্ডিয়ার ইনিংস চলাকালীন। একরাশ চিন্তা নিয়ে রানের পাহাড়ের দিকে এগোনোর চেষ্টা য় তখন ভারত ঠিক এই সময় ই গ্যালারিতে চোখে পরলো একেবারে অন্য ছবি। সেখানে দুই দেশের মধ্যে কোন ও প্রতিদ্বন্দ্বিতা নেই, লজ্জার হার নেই আছে কেবল বুক ভরা ভালোবাসা আর আর একে অন্যের প্রতি অগাধ ভরসা।




তাই তো হাজারো মানুষের সামনেই অজি গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। ভারতীয় যুবক। তাও আবার ফিল্মি কায়দায়। হাঁটু গেড়ে বসে গার্লফ্রেন্ডের সামনে আংটির বাক্স খুলে ধরেন সেই যুবক।




Was this the riskiest play of the night? 💍
She said yes – and that’s got @GMaxi_32‘s approval! 👏 #AUSvIND pic.twitter.com/7vM8jyJ305
— cricket.com.au (@cricketcomau) November 29, 2020




জানতে চান তার সঙ্গে জীবন কাটাতে কি রাজী যুবতী? এক মুহূর্তের অপেক্ষা। আর তারপরই বয়ফ্রেন্ডের প্রস্তাবে সম্মতি। ব্যাস, পরস্পরকে জড়িয়ে চুমু। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়ে ফুটে ওঠে টিভির পর্দায়।




মুহুর্তে ভাইরাল হয় সেই ভিডিও। এই ভিডিও শুধু যে স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন আবদ্ধ ছিল তা নয়। পাশাপাশি বিভিন্ন খেলার চ্যানেল ও খবরের চ্যানেলে দেখানো হয়েছে । নেট দুনিয়ায় ঝড় তুলেছে এই নতুন প্রেম কাহিনীর ভিডিও।



