বাংলা খবর ডেস্ক: এই শীতে বৃষ্টি ও সাথে শৈত্য প্রবাহের দাপট থাকবে জানাচ্ছে হাওয়া অফিস। নভেম্বর থেকে দেশের বহু জায়গায় আবহাওয়ার এই রূপ ক্রমশ স্পষ্ট হবে। পশ্চিমবঙ্গে আপাতত শীতের প্রভাব স্পষ্ট। দক্ষিণবঙ্গের সঙ্গে স্বাভাবিক নিয়মে কলকাতায়ও নেমেছে শীত। উত্তরবঙ্গের জেলা কাউকে অতিরিক্ত নেমেছে তাপমাত্রা।
আরও পড়ুন – বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কি হতে চলেছেন শুভেন্দু বা সৌরভ ? খোলসা করলেন না অমিত শাহ
উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। আলিপুরদুয়ার, কালিংপং কোচবিহার ,দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন – দেখে নিন 2021 সালের সরকারি ছুটির সূচি
দার্জিলিং-এ ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং-এ ১২.০ ডিগ্রী সেলসিয়াস, জলপাইগুড়ি-তে ১৫.৮ ডিগ্রী সেলসিয়াস, কোচবিহারে ১৫.১ ডিগ্রী সেলসিয়াস, মালদহে ১৮.৩ ডিগ্রী সেলসিয়াস, শিলিগুড়ি ১৪.৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।
আরও পড়ুন – পেইন কিলার অ্যাসপিরিন বাঁচাতে পারে করোনার হাত থেকে। তথ্য গবেষকদের
দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও নেমেছে তাপমাত্রা। শনিবার সকালে আসানসোলের তাপমাত্রা ১৬.৭ ডিগ্রী সেলসিয়াস, বাঁকুড়ায় ১৬.৮ ডিগ্রী সেলসিয়াস, বর্ধমানে ১৭.৮ ডিগ্রী সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ১৮.৬ ডিগ্রী সেলসিয়াস, দীঘায় ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস , পানাগরে ১৩.৬ ডিগ্রী সেলসিয়াস, পুরুলিয়ায় ১৫.০ ডিগ্রী সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৫.৬ ডিগ্রী সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৬.৪ ডিগ্রী সেলসিয়াস, মেদিনীপুরে ১৭.৬ ডিগ্রী সেলসিয়াস।
আরও পড়ুন – সারাদিন জ্বলবে মাটির প্রদীপ! দীপাবলির আগে অদ্ভুত আবিষ্কারে তাক লাগালেন শিল্পী
কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা অল্প বেড়েছে। তবে রাতে তাপমাত্রা দ্রুত নামছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমছে।
আরও পড়ুন – অবস্থার উন্নতি সৌমিত্রর, সাড়া দিচ্ছেন, খুলেছেন চোখ।
দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রী সেলসিয়াস, সল্টলেকে ১৯ ডিগ্রী সেলসিয়াস। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যে কারণে দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্বের নাগাল্যান্ড ,মির্জাপুর, মনিপুর, ত্রিপুরায় কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে