পাবজি যে অন্য রকম রূপ ধারণ করে মানুষের মধ্যে ফিরে আসবে তা এখনো অনিশ্চিত। এদিকে ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন ভারতীয় গেমারদের হাতে আসতে চলেছে FAU-G ,মেড ইন ইন্ডিয়া। এনকোর ভিডিও তৈরি করেছে ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস(FAU-G)। এই গেমটাকে প্রথম থেকেই পাবজি গেম এর বিকল্প হিসেবে মানা হচ্ছে।কিন্তু সংস্থা তা মেনে নিতে কিছুতেই রাজি নয় তাদের মতে এটি কোন মতেই pubg-এর বিকল্প নয়।

আজ থেকে প্রায় চার মাস আগেই FAU-G গেমটির প্রোমো লঞ্চ হয়েছিল। এ গেম লঞ্চ নিয়ে সুখবর দিয়েছিলেন বিখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। গুগুল প্লে স্টোরে এই গেমটির প্রি রেজিস্ট্রেশন শুরু হয়েছিল গত বছর নভেম্বর মাসে। লাখ লাখ গেম গেম প্রেমী গেমটির নাম শুনে প্লে স্টোরে প্রি-রেজিস্ট্রেশন করিয়েছিল। সব গেম প্রেমী ভেবেছিলো হয়তো ২০২০ সালের শেষ দিকে গেমটি লঞ্চ হতে পারে, কিন্তু আদতে তা হয়নি। তবে গেম সৃষ্টিকারী এবার স্পষ্ট জানিয়েছে, ২৬ তারিখ, প্রজাতন্ত্র দিবসের দিন FAU-G রিলিজ হচ্ছে।

FAU-G গেম রিলিজের তারিখ দিয়েছে বেঙ্গালুরুর nCORE Games ডেভেলপার্স । এন্ড্রয়েড ইউজাররা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার সুযোগ পাবেন। এটা এখনও স্পষ্ট হয় জানানো হয়নি যে অ্যাপেল অ্যাপ স্টোরে গেমটি দেওয়া হবে কিনা। উল্লেখ্য,গেমটিতে একটি প্লট থাকবে যেখানে গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সেনাদের সংঘর্ষ হবে। যেখানে ইউজাররা নিজেদের স্কোয়াড নিয়ে শত্রুদেশের সেনাদের কে মারতে পারবে। এমনকি গেমটিতে দেশের সীমানা রক্ষার ভূমিকা পালন করাও থাকবে।