



টিকা দেওয়ার পরপরই মৃত্যু হয়েছে তাদের,তাই পরিবারের সদস্যরা তাদের মৃত্যুর কারণ হিসেবে টিকাকেই কাঠগড়ায় রাখছে।একদিকে দেশের একাংশ মানুষের মনে অনীহা তৈরি হয়েছে টিকা দেওয়া নিয়ে। যে টিকার জন্য মানুষএতদিন ধরে অপেক্ষা করেছিল, সে টিকা নিতে নারাজ অনেক মানুষ। টিকা গ্রহণের পার্শ্ব-প্রতিক্রিয়া তাদেরকে ভাবাচ্ছে। চারজনের মৃত্যু সংবাদ মেনে নিতে নারাজ কেন্দ্র।
এখনো পর্যন্ত ভ্যাকসিন নিয়েছে ১লক্ষ ১২ হাজার স্বাস্থ্যকর্মী।রিপোর্ট অনুযায়ী, এদের মধ্যে 10 জনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যাদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি এবং সাতজন সম্পূর্ণ সুস্থ। কিন্তু এর মাঝখানে চারজনের মৃত্যুসংবাদ ভাবাচ্ছে কেন্দ্রকে। কেন্দ্রের দাবি কেউই ভ্যাকসিন এর পার্শ্ব প্রতিক্রিয়াতে মারা যাননি। মন্ত্রকের দাবি তাদের মৃত্যুর কারণ কোন রকম ভাবে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে না, অন্য কোন কারণের জন্য তাদের মৃত্যু হয়েছে।
ময়নাতদন্ত করা হয়েছে সেইসব ব্যক্তিদের যারা টিকা নেওয়ার পর মারা গিয়েছিল। তাদের বাসস্থান হলো উত্তরপ্রদেশের মোরাদাবাদ, কর্নাটকের বল্লারি ও শিবমোগাতে। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাদের ডেথ সার্টিফিকেটে। টিকা গ্রহণের পর পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ছে অন্য জায়গাতে। টিকা গ্রহণের পর পশ্চিমবঙ্গেও একজন হাসপাতালে ভর্তি।।



