



বাংলা খবর ডেস্ক: দশমহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হলেন এই বগলামুখী। দেবী বগুলা পীতবস্ত্র পরিহিতা, পিত পুষ্পপ্রীয়া এবং পীত অলঙ্কারভূষিতা। তিনি গম্ভীরা ও মদোন্মত্তা, তাঁর যত্ন তপ্ত কাঞ্চনের মতো। তিনি চতুর্ভূজা, ত্রিনয়না, এবং কমলাসনে আসীনা। তন্ ডানহস্তে দুদ্গর ও পাশ এবং বামহস্তে ধরা আছে শত্রুর জিহ্বা ও নাসিকা (বক্র), তাঁর কানে রয়েছে স্বর্ণময় কুন্তল এবং মস্তকে রয়েছে পীতবর্ণের অর্ধচন্দ্র। বিষ্ণুর তপস্যায় বগলাদেবীর আবির্ভাব ঘটেছিলো। সত্যযুগে একবার প্রবল বায়ুবেগ সৃষ্টি হলে চরাচর রসাতলে যেতে বসেছিল। তখন বিষ্ণুর তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি আবির্ভূত হন এবং বায়ুবেগ রোধ করেন। বীরের কারক গ্রহ মঙ্গল তাই সূর্য-বীর্যের প্রতীক স্বরূপ বগলামুখীর উপাসনা করে থাকেন।




Get all the Latest Bengali News KolkataHunt.Com. catch out all Bangla Khobor here, follow us on Twitter and Facebook, Instagram