২০২০ সাল শেষ হয়ে ২০২১ সাল পড়েছে বেশ কিছুদিন হলো। ২০২০ সালটি করোনা অতিমারীর জন্য সকলের কাছেই এক কঠিন সময় পার করতে হয়েছে। আর নতুন বছরের শুরুতেই কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দাম বাড়তে চলেছে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে।
নতুন বছরের শুরুতেই বাড়তে চলেছে ফ্রিজ, টিভি, ওয়াসিং মেশিনের মতো বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের। যদিও এই মূল্য বৃদ্ধির পেছনেও প্রধান কারণ হিসেবে সেই করোনা ভাইরাস ই । করোনা কালে এক লাফে দাম বেড়েছে তামা ,আলুমিনিয়াম ,ইস্পাতের মতো কাঁচা মালের। তাছাড়াও বেড়েছে পরিবহন খরচও। দীর্ঘ দিন পরিবহন ব্যবস্থা বন্ধ থেকে চালু হওয়ার পর দাম বেড়েছে যাতায়াতের। আর এই সব মিলিয়ে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের।
বেশীর ভাগ বৈদ্যুতিন পণ্যের দাম বাড়ছে প্রায় ১০ শতাংশ করে। এর কারণ , চীনা পণ্য বয়কট করার পরে আমদানি তে বেশী টাকা ব্যয় হচ্ছে। কারণ এই সব পণ্যের বেশীর ভাগ পার্টস থাকে চাইনার। কাজেই চীনা পণ্য বয়কট করার পর সেগুলি ভারতে তৈরি করতে হচ্ছে কাজেই খরচ পড়ছে বেশি। সেই কারণে দাম বাড়ছে জিনিসের ওপর। ইতিমধ্যেই টিভি, ফ্রিজ প্রভৃতির দাম বাড়তে চলেছে বলে ঘোষণা করেছে প্যানাসনিক, এলজির মতো সংস্থা গুলি।