




বাংলা খবর ডেস্ক: টলিপাড়ায় সেলিব্রেটিদের মন কখন কার দিকে যায় তা বোঝা মুশকিল এখন সবথেকে বেশি চর্চার বিষয় সেটি হল নুস্রত জাহান নুসরাতের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে পর্দার অন্যতম জুটি হলো ইয়াশ এবং নুসরত পর্দার বাইরে ও তাদের নাকি প্রেমের গুঞ্জন চলছে আর তার মাঝে মুখ খুললেন যশ।




2017 সালে ওয়ান ছবিতে যশের নায়িকা ছিলেন নুসরত। গত বছরের পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবি ‘SOS কলকাতা’ তেও একসঙ্গে কাজ করেছেন যশ-নুসরত। এমনটা শোনা যাচ্ছে যে তারা বহু সময় ধরে শুটিং করে যাচ্ছেন এর ফলে তাদের মধ্যে বন্ধুত্ব অত্যন্ত গভীর থেকে গভীরতর হয়ে উঠছে তবে সেকথা দুজন প্রকাশ্যে প্রকাশ করেনি আর কিছুদিন আগে এই জল্পন আরো বেড়ে যায় যখন সোশ্যাল মিডিয়াতে নুসরাত রাজস্থানে যাওয়ার একটি ফটো পোস্ট করেন।




তার কারণ এখন রাজস্থানে আছে যশ। আর তারপরেই সব জল্পনার অবসান ঘটিয়ে একসঙ্গে ফটো পোস্ট করতে দেখা যায় যশ-নুসরতকে। ফলে অনেকেই মনে করতে শুরু করে দেয় যে বোধহয় নিখিল এবং নুসরাতের সম্পর্কের ইতি হয়ে গিয়েছে এবার নুসরাত করতে গেছে নতুন সম্পর্ক ইয়াসের সঙ্গে তবে সেই নিয়ে মুখ খুললেন স্বয়ং যশ তিনি বললেন রাজস্থানে ঘুরতে আসার প্ল্যান ইন তাদের ছিল গত বছরের কিন্তু তারা আসতে পারেনি সেই জন্য এই বছরের শুরুতেই রাজস্থান ভ্রমণ করে গেলেন তারা।



