জুন আন্টি যাকে আমরা প্রতিদিন সন্ধ্যে ৭টা বাজলে টেলিভিশনে দেখতে পাই। জুন ওরফে উষসী চক্রবর্তী রিয়েলে খারাপ হলেও বাস্তবে তিনি বেশ হাসিখুশি আর ভালো মানুষ।
জুন আন্টি নিজের কলেজ জীবনে চুম্বনের অভিজ্ঞতা জানালেন। উষসী সবে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছেন। অন্যদিকে তার প্রেমিক ওরফে দেবাশীষ জয়েন্ট পরীক্ষা দিচ্ছেন।একদিন কলেজের একটি অনুষ্ঠানে দেবাশীষ নিজের হাতের ছবি এঁকে কার্ড বানিয়ে উষসীকে প্রেম নিবেদন করেন। উষসী কার্ড পেয়ে বেশ খুশি হলেও প্রথমে পাত্তা দেননি। উষসীর ধীরে ধীরে দেবাশীষকে ভালো লাগতে শুরু করে। অবশেষে উষসী রাজি হয়ে যান।
দীর্ঘ ৫ বছরের সম্পর্ক। মা-বাবাকে লুকিয়ে প্রেম করতেন উষসী। কলেজ থেকে আসতে দেরি হলে বলতেন রাস্তা অবরোধ। বাড়িতে বকা খেতে তবুও প্রেম চালিয়ে গিয়েছেন।
রুবির রাস্তার ভিতরে আনন্দপুরের এক ফুটপাথে বসে প্রথম চুমু খেয়েছিলেন উষসী ও দেবাশীষ।