



বাংলা খবর ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় ভেঙ্গে ফেলা হলো জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি। ঘটনায় ব্যাপক সাড়া পড়েছে আমেরিকার ইন্দ আমেরিকান কমিউনিটি তে। তীব্র নিন্দা জানান প্রবাসী ভারতীয়রা। ঘৃণার বশবর্তী হয়েই অপরাধ সংঘটিত হয়েছে বলেই অভিযোগ তাদের। এর আগেও ব্ল্যাক লাইভস ম্যটার আন্দোলনের সময় আক্রমণ এসেছিল গান্ধী মূর্তির উপর।




স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৬ ফুট লম্বা আর ৬৫০ পাউন্ডের ব্রঞ্চের এই মূর্তির মুখের অর্ধেকটা ভাঙ্গা। পা থেকে উপরের মাটিতে ফেলে দেওয়া হয়েছে সেই মূর্তি। পার্ক কর্মীরা ২৭ জানুয়ারি সকালে সেই ভাঙ্গা মূর্তি উদ্ধার করেন। খবর পেয়ে প্রশাসন তরিঘরি সেই মূর্তি বাজেয়াপ্ত করে সংরক্ষণের ব্যবস্থা করেছে। নতুন করে সাজিয়ে ফের সেই মূর্তি যথাস্থানে বসানো হবে। স্থানীয় কাউন্সিলর লুকাস ফ্রেইখস এমনটাই জানিয়েছেন।








এই ঘটনার পিছনে ক্যালিফোর্নিয়া পুলিশ অপরিচিত দুষ্কৃতীদের হাত থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছেন। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ঠিক কবে এই অপকর্ম করা হয়েছে সেটা জানা যায়নি। তবে যথেষ্ট গর্হিত অপরাধ হিসেবে এই মূর্তি ভাঙ্গাকে দেখছে পুলিশ। এই মূর্তি স্থানীয় প্রশাসনের সাংস্কৃতিক স্তম্ভ, তাই দোষীদের ধরতে তৎপর পুলিশ। এমনটাই জানিয়েছেন ডাভিসের পুলিশ আধিকারিক পল ডরসভ।




Unfortunate and sad incident of ripping down #Gandhi statue in Davis city of #California, USA. Statue was installed in 2016.
Hope this new trend of targetting #MahatmaGandhi statues in US shall be firmly dealt by the authorities.@statedeptspox@State_SCA pic.twitter.com/e1e0rfthlW— Pranay Upadhyaya (@JournoPranay) January 30, 2021