নিজের রুক্ষ স্বভাবের জন্য কুখ্যাত ওয়াহুর নর্থ শোর-হাওয়াই দ্বীপের বেলাভূমি । বছরে বেশিরভাগ সময় এখানে উত্তাল থাকে । এখানে সমুদ্র এতটাই উত্তাল থাকে যে ভেসে চলে যায় অনেককিছু । ২০২০ সাল কেড়ে নিয়েছে অনেক কেই তবে ২০২০-র নিউ ইয়ার্স ইভে বড় দুর্ঘটনা ঘটতে গিয়েও শেষরক্ষা করা গেল। হওয়ায় দ্বীপের সৈকতে এসেছিলেন পেশাদার অজি সার্ফর মিল্কি রাইট । তিনি ওইদিন যা যা ঘটেছিল তার ভিডিও শেয়ার করে এবং যা দেখলেই সবাই ভয় পাবেন ।
সমুদ্রের উত্তাল ঢেউ এ এক মহিলা ভেসে যাচ্ছিল ।সেই সম্মধে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে রাইট জানিয়েছেন যে ,ঘটনার দিন সকালবেলা তিনি এবং তাঁর স্ত্রী রিসোর্টের লনে বসে বিয়ারের বোতলে চুমুক দিতে দিতে সময় কাটাচ্ছিলেন। আর তখন ই সে ক্যাপচার করে সমুদ্রের রুক্ষ মূর্তি । সেখানেই দেখা যায় এক মহিলা কে টেনে নিয়ে গেল ঢেউ ।।
মহিলা টি কোনোরকম ভাবেই ঢেউ কে সামাল দিতে পারছিলেন না । আবার সামনে থাকা অনেক লোকজনের তাই তাকে উদ্ধার করতে ব্যর্থ হচ্ছিল আর তখনই দেখা গেল এক কাণ্ড রাইট তার বিয়ারের বোতল পাশে থাকা এক মহিলার হাতে ধরিয়ে দিয়ে একলাফে পড়ে গেলেন সমুদ্রসৈকতে এরপরে দৌড়াতে দৌড়াতে তার কাছে গিয়ে পৌঁছায় তিনি অনেকটা ভিতরে চলে গিয়েছিলেন চারপাশে জলের মধ্যে মাথা উঁচিয়ে রয়েছে বড় বড় পাথর স্বাভাবিক ভাবেই যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা কিন্তু কথায় আছে সব ভালো যার শেষ ভালো তার তাই সে ভালোই হলো শেষ পর্যন্ত সেই মহিলাটি কে উদ্ধার করতে সক্ষম হলেন এবং তাকে সমুদ্র সৈকত থেকে বাইরে বার করে
ওই মহিলা চেষ্টা করেও উত্তাল ঢেউয়ের সঙ্গে জুঝে উঠতে পারছিলেন না। যারা সামনে ছিলেন, তাঁরাও ওই মহিলাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন। সবকিছু দেখে, সময় নষ্ট না করে, স্ত্রীর হাতে মোবাইল আর বিয়ারের বোতল ধরিয়ে দিয়ে, রাইট রিসোর্টের রেলিং ডিঙিয়ে এক লাফে গিয়ে পড়েন সমুদ্র সৈকতে। এরপর দৌড়াতে দৌড়াতে গিয়ে পড়েন জলে। ততক্ষণে সমুদ্রের ঢেউয়ের তোড়ে বেশ খানিকটা ভিতরে চলে গিয়েছেন ওই মহিলা। এদিকে চারপাশে জলের মধ্যে মাথা উঁচিয়ে রয়েছে বড় বড় পাথর। স্বাভাবিকভাবেই যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারত বড় কোনও দুর্ঘটনা।
ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। বহু মানুষের প্রশংসা পেয়েছেন রাইট তাঁর নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই মহিলাকে উদ্ধার করার জন্য সঙ্গে অবশ্যই তাঁর নির্ভীক মানসিকতার জন্যও।