



সুন্দর উজ্জ্বল ত্বক আমরা সবাই চাই এবং এই সুন্দর ত্বক পাওয়ার জন্য আমরা কতই না নামিদামি প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকি। কখনো কখনো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে আসি। কিন্তু এতেও অনেকের সমস্যা মেটে না। বরং অনেকের ক্ষেত্রে খারাপ প্রভাব দেখা দেয়। তবে আমাদের সবার বাড়িতে এমন একটি জিনিস আছে যার দ্বারা আমরা সত্যি এরকম উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে পারি। সেটি আর কিছুই না, তুলসী পাতা। আজ আমরা জানবো এই ভেষজ দিয়ে কিভাবে আমাদের ত্বকের চিকিৎসা করতে পারব।




১. তুলসী পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের ত্বককে সবসময় সতেজ রাখে। এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে তুলসী পাতা বেটে মুখে লাগান।
২. মুলতানি মাটি, পাতি লেবুর রসের সাথে তুলসী পাতা একসাথে পেস্ট করে নিয়ে মুখে লাগান। এতে আপনার মুখে যদি ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস সমস্যা থাকে তাহলে তা দূর হবে।




৩. আমরা কমবেশি প্রাই সবাই ব্রণের সমস্যায় ভুগি। এক্ষেত্রে চন্দনের সাথে তুলসীপাতার রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ত্বকে লাগান। এতে আপনার ব্রণের সমস্যা তো কমবেই তার সাথে সেই জেদি দাগও মুছে যাবে।
৪. আমরা সবাই একটা দাগহীন ত্বক পেতে চাই। দাগহীন ত্বক পাওয়ার জন্য তুলসী পাউডারের সাথে হলুদ গুঁড়ো এবং লেবুর রস একসাথে মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এবং তারপরে পার্থক্যটা আপনি ভালোভাবে লক্ষ্য করতে পারবেন।




তুলসী পাতা দিয়ে তৈরী এই সহজ প্যাকগুলি নিয়মিত ব্যবহার করে দেখুন ত্বকের সমস্যা দূর তো হবেই পাশাপাশি ত্বক হয়ে উঠবে সুন্দর।



