




বাংলা খবর ডেস্ক: ক্যান্সার আক্রান্ত হওয়া মানেই মৃত্যুর কালো ছায়ার মুখোমুখি হওয়া। এই রোগের নাম শুনলেই আজও মানুষ আঁতকে ওঠে। প্রতিনিয়ত বিজ্ঞানী ও চিকিৎসকরা এই রোগকে জয় করার ওষুধ আবিষ্কারের অবিরাম চেষ্টা করে চলেছেন। কিন্তু এই রোগ যতদিন না ধরা পড়ছে, ততদিন এই রোগের সঙ্গে মোকাবিলা ও করা যায় না। কয়েকটি ক্যান্সার রয়েছে, যেগুলিকে প্রথম পর্যায় সনাক্ত করা খুব কঠিন।




দেখে নিন কি কি লক্ষণ দেখে বুঝবেন –




- প্যানক্রিয়াটিক ক্যানসার- প্যানক্রিয়াটিক ক্যানসারের উপসর্গ গুলি দেখে চট করে বোঝা যায় না। সারাদিন ক্লান্তি বোধ করা, কোমরে ব্যথা, প্রস্রাবে রক্ত সাধারণ টেস্টে এই ক্যান্সার ধরা পড়ে না।
- কিডনির ক্যানসার – কিডনির ক্যানসার খুব সহজে ধরা পড়ে না, কারণ এতে রোগী কোন ব্যথা অনুভব করেন না। ভিতরে বাসা বাঁধতে থাকে এই ক্যান্সার।
- মস্তিষ্কের ক্যান্সার – মস্তিষ্কের ক্যান্সার ধরা পড়তে অনেকটা দেরি হয়ে যায়। ব্যক্তিত্বে পরিবর্তন, কথা জড়িয়ে যাওয়া, হাত পা কাঁপা এই উপসর্গগুলি দেখলে অবশ্যই এমআরআই বা সিটিস্ক্যান করানো উচিত।
- যকৃতে ক্যানসার – এই ক্যান্সারের কোন উপসর্গ নেই। বিশেষ করে টিউমরটি যদি আকারে ছোট হয়। একেবারে শেষ পর্যায়ে গিয়ে এই ক্যান্সার ধরা পড়ে।
- ব্রেন ক্যানসার – মস্তিষ্কের ক্যানসারও ধরা পড়তে অনেকটা দেরি হয়ে যায়। ব্যক্তিত্বে পরিবর্তন, কথা জড়িয়ে যাওয়া, হাত-পা কাঁপা এই উপসর্গগুলি দেখলে অবশ্যই এমআরআই বা সিটিস্ক্যান করানো উচিত।




Get all the Latest Bengali News KolkataHunt.Com. catch out all Bangla Khobor here, follow us on Twitter and Facebook, Instagram