



বাংলা খবর ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal) পুরাতন জ্যোতিষ শাস্ত্রের মতে এমন একটি ধরণ, যার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। অর্থাৎ আজকের রাশিফল (Ajker Rashifal) প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার রাশিফল কি বলছে –
- আপনার রাশি বেছে নিন :
মেষরাশি » বৃষরাশি » মিথুনরাশি » কর্কটরাশি » সিংহরাশি » কন্যারাশি » তুলারাশি » মীনরাশি » কুম্ভরাশি » মকররাশি » ধনুরাশি » বৃশ্চিকরাশি




মেষরাশি : জাতক জাতিকারদের ক্ষেত্রে প্রেম ভালোবাসার নতুন বার্তা নিয়ে আসতে পারে। বিনোদনমূলক কাজে যুক্ত হতে পারেন। তথ্যপ্রযুক্তিতে যুক্ত জাতক জাতিকাদের পক্ষে দিনটি শুভ। প্রচেষ্টার মাধ্যমে কাজের পরিসমাপ্তি ঘটবে। ব্যাবসায়ীদের পক্ষে অনুকূল সময়। আয়ের বিভিন্ন পথ খুলতে পারে।




বৃষরাশি : ব্যাবসায়ে বকেয়া অর্থ আদায়ে সমস্যা আসতে পারে। সমালোচনা এড়াতে অযথা তর্কে জড়াবেননা। কোথাও বিনিয়োগের আগে সমস্ত কিছু যাচাই করে নিন। মনোবল শক্ত রাখুন ও ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। স্বাস্থ্য খুব ভালো যাবেনা।




মিথুনরাশি : আপনার প্রতিপত্তি ও মর্যাদা বৃদ্ধি পাবে। গৃহে অতিথি সমাগম হতে পারে। মানুষ আপনার সাথে ভালো আচরণ করবে। অন্যকে আন্তরিকভাবে সাহায্য করতে পারেন। দাম্পত্য জীবনে সমস্যা আস্তে পারে।বিকেলের পর শুভ পরিবর্তন।




কর্কটরাশি : পুরোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। পারিবারিক বিবাদের সম্ভাবনা রয়েছে। অহং বোধ ত্যাগ করতে হবে। বদহজমজনিত সমস্যায় পড়তে পারেন। নেতিবাচক চিন্তা পরিত্যাগ না করলে মনের উপর যথেষ্ট অশুভ প্রভাব পড়বে।




সিংহরাশি : পুরোনো ঋণের বোঝা চাপতে পারে। কর্মস্থলে যথেষ্ট সাফল্য পাবেন। আজ আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী থাকবেন। ধর্মীয় কার্যকলাপে সময় ব্যায় করতে পারেন। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে।




কন্যারাশি : নতুন ব্যবসার পরিকল্পনা আপনার শুভ প্রতিপন্ন হবে। সাফল্য আসবে এবং তাতে আপনি সন্তুষ্ট থাকবেন। আপনার অনমনীয় মনোভাবের জন্য মানুষ আপনাকে এড়িয়ে চলতে পারে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনার কাজে অগ্রগতি আসবে।




তুলারাশি : ব্যাবসায়ে বিনিয়োগ করার বিভিন্ন দিক খুলে যাবে। আজ আপনি যেকনো লেনদেনের সিদ্ধান্ত সঠিক ভাবে নিতে পারেন। এবং তা লাভজনক হবে আপনার পক্ষে। অন্যকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়বে। পরিবারে সুসম্পর্ক বজায় থাকবে। নিজের সামর্থের চেয়ে বেশি করার প্রবণতা জাগবে।




বৃশ্চিকরাশি : নতুন করে কোনো কাজ আজ দিনটিতে শুরু করা ঠিক হবেনা। ব্যাবসার ক্ষেত্রে লাভ পেতে আরো সময় লাগবে। ধৈর্য ধরে থাকুন। পেটের সমস্যা বা হজমজনিত সমস্যায় পড়তে পারেন। মহিলাদের স্বাস্থ সন্মন্ধে সচেতন হতে হবে। কোনো বিষয়ে লেনদেনের চুক্তি না করাই শ্রেয়।




ধনুরাশি : স্বাস্থ আপনার অনুকূলে থাকবে। পিতার সাথে মতবিরোধ ঘটতে পারে। বন্ধু সংসর্গ থেকে অধিক কোনো প্রত্যাশা রাখা সমীচীন হবেনা। ন্যায়পরায়ণ হয়ে চলুন। গোপনীয়তা পরিত্যাগ করুন। সংবেদনশীল মনোভাব পতিত্যাগ করুন।




মকররাশি : সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সরকারি কর্মীদের পক্ষে দিনটি অনুকূল। কর্মে পদোন্নতির যোগ রয়েছে। পরিকল্পনা গুলি বাস্তবায়িত হওয়ার সুযোগ রয়েছে। সামাজিক কর্মে যুক্ত ব্যাক্তিদের সম্মান বাড়বে।




কুম্ভরাশি : শেয়ার বাজারে যুক্ত জাতক জাতিকা লাভের মুখ দেখতে পারে। ব্যাবসায়ীরা নিজের বাবসা সম্প্রসারণ করতে পারে। প্রেম ভালোবাসার শুভ যোগ রয়েছে। কোনো তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন।




মীনরাশি : আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে কোনোরকম তাড়াহুড়ো করা ঠিক হবেনা। অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহের দিনক্ষণ ঠিক হতে পারে। সময়কে ঠিক ভাবে পরিচালনা করুন। অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকুন। এলার্জি থেকে চর্মরোগের সম্ভনা রয়েছে। কিছু অদ্ভুত চিন্তা মনকে দখল করে রাখবে।



