



বাংলা খবর ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal) পুরাতন জ্যোতিষ শাস্ত্রের মতে এমন একটি ধরণ, যার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। অর্থাৎ আজকের রাশিফল (Ajker Rashifal) প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার রাশিফল কি বলছে –




- আপনার রাশি বেছে নিন :




মেষরাশি » বৃষরাশি » মিথুনরাশি » কর্কটরাশি » সিংহরাশি » কন্যারাশি » তুলারাশি » মীনরাশি » কুম্ভরাশি » মকররাশি » ধনুরাশি » বৃশ্চিকরাশি




মেষরাশি : কর্মে ও ব্যাবসায়ে যথেষ্ট সাফল্য লাভ হতে পারে। আয়ের উৎস খুলতে পারে। সৎ বন্ধুর সহযোগিতায় সামাজিক ক্ষেত্রে সাফল্য আস্তে পারে। বিলাসবহুল দ্রব্য ক্রয় করার সম্ভাবনা রয়েছে। জমি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে।




বৃষরাশি : সন্তানসন্ততিদের নিয়ে চিন্তিত হতে পারেন। পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অসন্তোষ বৃদ্ধি পেতে পারে। সম্পর্কের জটিলতা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক গোলযোগের সম্ভাবনা রয়েছে।




মিথুনরাশি : মানসিক চাঞ্চল্যতা বৃদ্ধি পেতে। কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়তে পারেন। পরিশ্রমের তুলনায় ফললাভ নাও হতে পারে। শারীরিক ক্লান্তি বোধ করতে পারেন। ব্যাবসায়ে বিনিয়োগ করা উচিত হবেনা।




কর্কটরাশি : উচ্চবিদ্যার সাথে যুক্ত জাতকজাতিকা শুভ ফল পাবে। ব্যাবসায়ে শ্রী বৃদ্ধি ঘটতে পারে। ভ্রমণের পরিকল্পনা পরিবারের সাথে করতে পারেন। কিছু সঞ্চয় হতে পারে। পিতামাতার স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে।




সিংহরাশি : প্রশাসনিক বিভাগে যুক্ত জাতক জাতিকাদের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। গৃহে শুভ অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন। বিবাহের দিনক্ষণ নির্দিষ্ট হতে পারে। পারিবারিক অশান্তির অবসান ঘটতে পারে। খরচ বাড়তে পারে।




কন্যারাশি : স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। প্রতিবেশীর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কাজের চাপ বাড়তে পারে। তবে আয়ের উৎস বাড়তে পারে। ক্ষুদ্র ব্যবসা বা স্বনির্ভর প্রকল্পের সাথে যুক্ত জাতক জাতিকা শুভ ফল পেতে পারেন।




তুলারাশি : ব্যাবসায়ে প্রসার বৃদ্ধি ও বিনিয়োগে সাফল্য আসতে পারে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করা উচিত। শত্রূ বৃদ্ধি হতে পারে। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে। সামাজিক ক্ষেত্রে মান, যশ বৃদ্ধি পেতে পারে।




বৃশ্চিকরাশি : উচ্চবিদ্যায় পাঠরত জাতক জাতিকা সাফল্য পাবেন। বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে। কর্মস্থলে উচ্চপদস্থ কর্মচারীর সুনজরে পড়তে পারেন। কাজের চাপ বাড়তে পারে। ব্যাবসায়ীরা সফলতা পাবেন।




ধনুরাশি : কেমিস্ট, ফার্মাসিস্ট প্রভৃতির সঙ্গে যুক্ত জাতক জাতিকার প্রত্যাশা পূরণ হবে। প্রশাসনিক পদে যুক্ত ব্যাক্তিদের কাজের চাপ বাড়তে পারে। বিদ্যার্থীরা কিছু বাধার সম্মুখীন হতে পারে। তবে সেটা সাময়িক হবে। স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন।




মকররাশি : দীর্ঘ রোগভোগের পর আরোগ্য লাভ হতে পারে। গৃহে আত্মীয় সমাগম হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা লাঘব হবে। সন্তানের মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতটা অবলম্বন করুন।




কুম্ভরাশি : সরকারি পদে যুক্ত জাতক জাতিকা সুসংবাদ পেতে পারেন। বেসরকারী কর্মরত ব্যাক্তিদের পদোন্নতি ঘটতে পারে। লোন সম্মদীয় সমস্যার সমাধান ঘটতে পারে। অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু আয় হতে পারে।




মীনরাশি : বিদ্যার্থীরা বিশেষ ভাবে সফলতা পেতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। ভারী শিল্পের ব্যাবসার সাথে যুক্ত ব্যাক্তিরা লাভের মুখ দেখতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা থেকে মুক্তি মিলতে পারে। রাজনৈতিক ব্যাক্তিদের পক্ষে দিনটি অনুকূল।



