



বাংলা খবর ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal) পুরাতন জ্যোতিষ শাস্ত্রের মতে এমন একটি ধরণ, যার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। অর্থাৎ আজকের রাশিফল (Ajker Rashifal) প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার রাশিফল কি বলছে –
- আপনার রাশি বেছে নিন :
মেষরাশি » বৃষরাশি » মিথুনরাশি » কর্কটরাশি » সিংহরাশি » কন্যারাশি » তুলারাশি » মীনরাশি » কুম্ভরাশি » মকররাশি » ধনুরাশি » বৃশ্চিকরাশি




মেষরাশি: স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা জরুরি। পিতামাতার স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নিন। কিছু প্রাপ্তি ঘটতে পারে। তবে দৈনন্দিন কাজে সমস্যায় পড়তে পারেন। পারিবারিক সমস্যায় মানসিক ভাবে কষ্ট পেতে পারেন। রাতে শুভ পরিবর্তন।




বৃষরাশি : কর্মক্ষেত্রে সাফল্য এলেও ব্যাবসায়ীরা কিছু ক্ষতির সম্মুখীন হতে পারেন। একটু বুঝে দিনটি অতিবাহিত। করুন। সম্পর্কের মধ্যে জটিলতা বাড়তে পারে। আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে। বিলাসবহুল দ্রব্য কেনার সম্ভাবনা রয়েছে।




মিথুনরাশি : কর্মক্ষেত্রে গুপ্ত শত্রূর পরিমান বাড়তে পারে। নানা বিষয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। সেই বিষয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্য বিশেষ ভালো থাকবেনা। পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। সম্ভাবনা রয়েছে।




কর্কটরাশি : উচ্চবিদ্যার সাথে যুক্ত জাতক জাতিকা আজ তাদের প্রত্যাশা পূরণ নাও হতে পারে। বেশ কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। ব্যাবসায়ে বিনিয়োগ না করে ভালো। ঋণ দান বা গ্রহণ করা উচিত হবেনা। পিতামাতার স্বাস্থ্য উদ্বিগ্নের কারণ হতে পারে।




সিংহরাশি : আজ কিছু সুসংবাদ পেতে পারেন। কর্মস্থল পরিবর্তনের সুযোগ মিলতে পারে। রাজনৈতিক ব্যাক্তিত্বদের কাজের আরো গুরু দায়িত্ব নিতে হতে পারে। কিছু সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে।




কন্যারাশি : কর্ম ও ব্যাবসায়ে উন্নতির প্রসার ঘটার সম্ভাবনা রয়েছে। অর্থনীতিক দিক থেকে সাফল্য আসবে। অংশীদারি কারবারিরা সফলতা পাবেন। বিদ্যার্থীরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মস্থলে বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন।




তুলারাশি : লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়তে পারেন। চিত্তচাঞ্চল্য ও মানসিক ভাবে দুর্বল হয়ে পড়তে পারেন। পারিবারিক বিবাদের সম্ভাবনা রয়েছে। সন্তান বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। ব্যায় বাড়বে। বিকেলের পর শুভ পরিবর্তন।




বৃশ্চিকরাশি : ব্যাবসায়ীরা আজ বিশেষভাবে সফলতা পেতে পারেন। বিনিয়োগে লাভবান হবেন। অর্থনৈতিক কিছু রিটার্ন পেতে পারেন। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে। গৃহে শুভ অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন।




ধনুরাশি : লোহা, বস্ত্র, হার্ডওয়্যার, কম্পিউটার ব্যাবসার সাথে যুক্ত ব্যাক্তিরা সফলতা পাবেন। আয়ের পথ খুলতে পারে। জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। কিছু অবাঞ্চিত ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।




মকররাশি : কর্মক্ষেত্রে পদোন্নতি হবার খবর পেতে পারেন। বন্ধুবান্ধবের সহযোগিতায় জটিল সমস্যার সমাধান হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। পৈতৃক সূত্রে কিছু অর্থ লাভ করতে পারেন। বিবাহের কথাবার্তা এগোতে পারে।




কুম্ভরাশি : ব্যাবসায়ে প্রসার ও লাভবৃদ্ধি ঘটতে পারে। খরচ বাড়বে যা আপনার নিয়ন্ত্রণে থাকবেনা। পারিবারিক কোনো গুরু দায়িত্ব আপনার উপর আসতে পারে। শারীরিক ও মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন। তবে বিকেলের পর শুভ পরিবর্তন আশা করা যায়।




মীনরাশি : প্রসাধনী ব্যবসা, মুদিখানা ব্যাবসার সাথে যুক্ত ব্যাক্তিরা সফলতা পাবেন। অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু আয়ের সুযোগ আসবে। বিদ্যার্থীরা বা পূরণ করতে পারবেন। পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন।



