বাংলা খবর ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal) পুরাতন জ্যোতিষ শাস্ত্রের মতে এমন একটি ধরণ, যার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। অর্থাৎ আজকের রাশিফল (Ajker Rashifal) প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার রাশিফল কি বলছে –




- আপনার রাশি বেছে নিন :




মেষরাশি » বৃষরাশি » মিথুনরাশি » কর্কটরাশি » সিংহরাশি » কন্যারাশি » তুলারাশি » মীনরাশি » কুম্ভরাশি » মকররাশি » ধনুরাশি » বৃশ্চিকরাশি




মেষরাশি : বিদ্যায় বাধা আসতে পারে। পরিশ্রমের ফল সেই তুলনায় নাও মিলতে পারে। ব্যাবসায়ে খুব বেশি প্রসার। খরচের পরিমান বাড়তে পারে। পরিবারেই কারুর স্বাস্থ্য উদ্বিগ্নের কারণ হতে পারে। সন্তান নিয়ে চিন্তিত থাকতে পারেন।




বৃষরাশি : শিক্ষার্থীরা অমনোযোগী হয়ে পড়তে পারে। ইলেকট্রনিক্স গ্যাজেট বা সোশ্যাল মিডিয়ার ব্যাবহার থেকে দূরে থাকা দরকার। পিতার স্বাস্থ্যহানি ঘটতে পারে। পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকবে। আর্থিক কিছু রিটার্ন পেতে পারেন।




মিথুনরাশি : ব্যাবসার পরিধি বাড়তে পারে। বিনিয়োগে সাফল্য আসবে। অংশীদারি কারবারে যুক্ত ব্যাক্তিরা অর্থনৈতিক ভাবে সফল হবেন। কর্ম ক্ষেত্রে কাজের চাপ বাড়বে। পরিবারে কিছু বাড়তি দায়িত্ব নিতে হতে পারে।




কর্কটরাশি : কর্মে সাফল্য আসবে। তবে পরিশ্রম করতে হবে। মামলা মোকদ্দমা জনিত সমস্যার সমাধান হতে পারে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন। পিতার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে।




সিংহরাশি : মানসিক চাপ কমবে। কর্মক্ষেত্রে কাজের চাপ কম হবে। বন্ধুবান্ধবের সহযোগিতায় ব্যাবসায়ে উন্নতি ঘটতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন। বিকেলের পর স্বাস্থ্যহানি ঘটতে পারে।




কন্যারাশি : ব্যয় বাড়তে পারে। পারিবারিক অশান্তির সম্ভাবনা থাকছে। দিনের শুরু খুব ভালো নাও হতে পারে। কর্মক্ষেত্রে কিছু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। বেশ কিছু বাধার সম্মুখীন হতে পারেন। শারীরিক ভাবে ক্লান্তি বোধ করতে পারেন।




তুলারাশি : ব্যাবসায়ে প্রসার ও লাভবৃদ্ধি ঘটতে পারে। খরচ বাড়বে যা আপনার নিয়ন্ত্রণে থাকবেনা। পারিবারিক কোনো গুরু দায়িত্ব আপনার উপর আসতে পারে। শারীরিক ও মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন। তবে বিকেলের পর শুভ পরিবর্তন আশা করা যায়।




বৃশ্চিকরাশি : মানসিক ও শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন। শারীরিক অসুস্থতা অনুভব করতে পারেন। গৃহে আত্মীয় সমাগমের সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধবের সহযোগিতায় কর্মক্ষেত্রে প্রসার ঘটতে পারে। ব্যাবসায়ীরা সফল হবেন।




ধনুরাশি : সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন। আত্মীয় পরিজনের সঙ্গে ভ্রমণের দিনক্ষণ নির্ধারিত হতে পারে। সঞ্চয় করা কঠিন হবে। স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে।




মকররাশি : লেখাপড়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। তবে উচ্চবিদ্যার সাথে যুক্ত জাতক জাতিকা সফল হতে পারেন। ব্যাবসায়ীরা সমস্যা মুখোমুখি হতে পারেন। হার্ডওয়্যার ও বস্ত্র ব্যাবসায়ীরা কিছুটা লাভের মুখ দেখতে পারেন। সম্পর্কের জটিলতা বাড়তে পারে।




কুম্ভরাশি : ব্যাবসায়ে আর্থিক ভাবে মন্দা দেখা যেতে পারে। খুচরো ব্যাবসায়ীরা সমস্যার সম্মুখীন হতে পারেন। লোন সম্মন্ধীয় বিষয় উদ্বেগের কারণ হতে পারে। মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর স্বাস্থ্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।




মীনরাশি : স্বল্প পুঁজির বাসায়ীরা বিশেষ ভাবে সফল হবেন। কর্মে সাফল্য আসতে পারে, পদোন্নতির সম্ভাবনা রয়েছে। গুপ্ত শত্রূ বিভিন্ন ভাবে হেনস্তা করার প্রয়াস চালাতে পারে। আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে।



