top 10 foreign beauties in Bollywood
গত ১ দশকে বলিউডে এসেছেন বেশ কিছু বিদেশি সুন্দরী নায়িকা। তাদের মধ্যে অনেকেই দর্শকদের মনে নজর কেড়েছেন আবার অনেকে দর্শকদের মন জয় করতে পারেনি। সবাই চায় তার বলিউড ক্যারিয়ার তৈরি করতে তেমনি বিদেশীরা আসে বলিউডে তার ক্যারিয়ার তৈরি করতে। এই মুহূর্তে বলিউডে চুটিয়ে কাজ করছেন বেশ কিছু বিদেশি সুন্দরী। রইল বলিউডের সেরা ১০ বিদেশি সুন্দরীর তালিকা-
জেনে নিন সেরা ১০ বিদেশি সুন্দরী কারা
১০. হুমাইমা মালিক

বলিউডে বিদেশি সুন্দরীদের তালিকায় নবগত অভিনেত্রী হুমাইমা মালিক। পাকিস্তানের মডেল অভিনেত্রী বলিউডে পা রেখেছেন ইমরান হাসমির বিপরীতে মিস্টার নটবরলাল ছবি দিয়ে। তবে সিনেমা ফ্লপ থাকার কারণে তাকে অনেকেই তেমন ভাবে চেনে না কিন্তু তার সৌন্দর্য তাকে অনেক খ্যাতি অর্জন করিয়েছে। তবে সে বলিউডের তারকারা তৈরি করতে চান।
৯. এলি আভরাম

সুইডিশ অভিনেত্রী এলি বলিউডে পা রেখেছেন গত বছর মিকি ভাইরাস ছবি দিয়ে। তবে তার আগেই বিগ বসের ৭-এ অংশগ্রহণ করে এলি জনপ্রিয়তা পেয়েছিলেন। মিকি ভাইরাস এককথায় ছিল ফ্লপ সিনেমা তবে সিনেমাতে তার অভিনয় ছিল অত্যন্ত সুন্দর। আর তার সবথেকে ভালো দিক হলো সে সুন্দর বেলি ডান্সিং করে। অভিনয়জগতে কতদিন থাকবে তা নিয়ে কোন মন্তব্য করেননি কিন্তু একজন মডেল হয়ে তিনি বিগত কয়েক বছর কাজ চালিয়ে যেতে চান
৮. মরিয়ম জাকারিয়া

ইরানিয়ান অভিনেত্রী সুইডেনের নাগরিক। ২০০৯ সালে পেয়িং গেস্ট ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ মরিয়মের। তবে সকলের নজরে আসেন ২০১২ সালে সইফ আলি খানের বিপরীতে এজেন্ট বিনোদ ছবিতে। দিল মেরা মুফত কা গানের সঙ্গে নাচে দর্শকদের করে তুলেছিলেন উৎফুল্ল। রাউডি রাঠোর ছবিতে আ রে প্রীতম পেয়ারে গানে মরিয়মের নাচ বলিউডের আইটেম গার্লদের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। ডি ডে-র মতো সিরিয়াস ছবি থেকে গ্র্যান্ড মস্তির মতো ছবিও রয়েছে মরিয়মের ঝুলিতে।
৭. ব্রুনা আবাদাল্লাহ

ব্রাজিলিয়ন মডেল ব্রুনাকে বলিউড প্রথম দেখে ২০০৭ সালে । এরপর ২০১০ সালে আই হেট লভ স্টোরি দিয়ে অভিনয়ে তার আগমন ঘটে। দেশি বয়েজ ছবিতে অক্ষয় কুমার, জন আব্রাহামের সঙ্গে সিনেমাতে এসে পরিচয় বহন করেন সেক্সি ব্রুনাকে। গ্র্যান্ড মাস্তির মত সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। শুধু তাই নয় বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে জয় হো’ সিনেমায় অভিনেত্রী হিসেবে কাজ করে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে
৬. ইভলিন শর্মা

বাবা ভারতীয় হলেও ইভলিনের মা জার্মান। বড়ও হয়েছেন জার্মানিতে। বলিউডে আসেন ২০১২ সালে ফ্রম সিডনি উইথ লভ ছবিতে। পরের বছর নটঙ্কি শালা তে অভিনয় করে সবার নয়নের মনি হয়ে ওঠেন। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, ইসাক, ইয়ারিয়াঁ, ম্যায় তেরা হিরো একের পর এক হিট ছবি। আশা করা যায় আর পিছন ফিরে তাকাতে হবে না ইভলিনকে। এমনকি তিনি বলিউডের সঙ্গে কাজ করে যাবেন এমনটা কথা তিনি জানিয়েছেন…
৫. নার্গিস ফকরি

পাকিস্তানি বাবা ও চেক মায়ের মেয়ে নার্গিস মার্কিন নাগরিক। প্রথম ছবি রকস্টারেই নার্গিসের হিরো রনবীর কপূর। ছবিও হিট। আর প্রথম ছবি হিট হওয়ার পর তখন থেকেই পরিচালক, প্রযোজকদের নজরে পড়ে যান সুন্দরী, সেক্সি নার্গিস। এরপর মাদ্রাস কাফে ছবিতে নার্গিসের অভিনয় সমালোচকদের মুগ্ধ করেছে। দর্শক মনেও জায়গা করে নিয়েছেন নার্গিস। ফাটা পোস্টার নিকলা হিরো ও কিক ছবিতে নার্গিসের অভিনয় সবাইকে তার অভিনয়ের স্বাদ পান ।। নতুন প্রজন্মের বিদেশি অভিনেত্রীদের মধ্যে নার্গিসই বোধহয় সবথেকে প্রতিভাময়ী। বলিউডে লম্বা ইনিংস খেলার সব গুণই রয়েছে তাঁর।
৪. কল্কি কোয়েচলিন

ফরাসি বাবা ও ভারতীয় মায়ের মেয়ে কল্কি বেড়ে উঠেছেন পন্ডিচেরিতে। প্রথম ছবি দেব ডি থেকেই বলিউড আপন করে নিয়েছে কল্কিকে। শয়তান, জিন্দেগি না মিলেগি দোবারা, দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস, শাংহাই, এক থি ডায়ান ছবি দেখিয়েছে কল্কির অসাধারণ অভিনয় ক্ষমতা। দর্শক থেকে সমালোচক, সকলেই কল্কির অভিনয়ে মুগ্ধ। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির মতো মুভিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে ।। তার ভবিষ্যতে বলিউডের সঙ্গে কাটানোর খুব ইচ্ছা আছে, এমনটাই জানিয়েছেন ।।
৩. জ্যাকলিন ফার্নান্ডেজ

শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকলিনের আত্মপ্রকাশ ২০০৯ সালে আলাদিন ছবিতে। প্রথম নজরে আসেন হাউজফুল ছবিতে আপকা কেয়া হোগা নাচের মাধমে । এরপর মার্ডার, হাউজফুল টু, রেস টু ক্রমাগত হিট ছবি হয় ফলে তাকে আর পিছু ফিরে দেখতে হয়নি তাকে ।। সিনেমার পর সিনেমা পেতে থাকেন তিনি ভাইজানের সালমান খানের নজরে আসেন এবং ভাইজান তাকে তার নায়িকা বানিয়ে ফেলেন কিক সিনেমাতে একসঙ্গে অভিনয় করতে দেখা যায় সালমান খান এবং জ্যাকলিন কে ভাইজান সিনেমা হিট নয় থাকতে পারে ? তারপর থেকেই জ্যাকলিন যেন আর পিছু ফিরে দেখছে না…
২. সানি লিওন

ইন্দো-কানাডিয়ান পর্নস্টারকে বলিউডে লঞ্চ করে কোম্পানি ভট । জিসম টু ছবিতে বলিউডে এসেই সানি বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া । শুটআউট অ্যাট ওয়াডালা ছবিতে তাঁর লায়লার পর সানির লাস্যে মাতোয়ারা গোটা দেশ। রাগিনি এমএমএএস টু-র গান বেবি ডল ছাড়া তো কোনো পিকনিক বা দশমীর দিন না বাজলে যেন অনেকের মন পোষায় না । হেট স্টোরি টুতে সানির পিঙ্ক লিপসও ইউটিউবে ভাইরাল হয়েছিল মাত্র ১০ ঘন্টায় । তবে তাকে এখন ও তেমন ভাবে পুরো সিনেমা তে অভিনয় করতে দেখা যায়নি ।।কে কে তাকে দেখতে চান সিনেমার পর্দায় ?
১. ক্যাটরিনা কাইফ

তবে এই তালিকায় এক নম্বর আসনের দাবিদার একজনই। এবিষয়ে কোনো জল্পনা নেই , কাশ্মিরি বাবা ও ব্রিটিশ মায়ের মেয়ে ক্যাটরিনার বলিউডে আত্মপ্রকাশ সলমন খানের প্রেমিকা হিসেবে। ক্যাট যখন প্রথম ইন্ডাস্ট্রি তে আসে তখন ভালো ভাবেই হিন্দি কথা বলতে পারতেন না । তারপর থেকে অক্ষয় কুমার, রনবীর কপূর, হৃতিক রোশন , আমির খান দের সাথে একের পর এক সিনেমা করে গিয়েছেন কখনো তাকে পিছু ফিরতে হয়নি শুধু সিনেমায় নয় তার বেলি ডান্সিং ছিল সকলের প্রিয় ক্যাট এককথায় সবারই নয়নের মনি কোনরকম প্রতিদ্বন্দ্বী ছাড়াই কে এই তালিকায় শীর্ষে অবস্থান করছে…