



উর্বশী রাউতেলা অভিনয় জগতে প্রবেশ করেছেন বেশ অনেকদিন হয়ে গেল। তবে এখনো পর্যন্ত হাতেগোনা কয়েকটি ছবি ও মিউজিক ভিডিও করেছেন। তবে এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। নিজের বোল্ড মেক আবার বোল্ড ফটোশুটে মাতিয়ে রাখেন ফ্যানদের।




সম্প্রতি আরব ফ্যাশন উইকে শো টপার হিসেবে নিজের জায়গা করে নিয়েছিলেন মডেল উর্বশী। মেকাপে 22 ক্যারেট সোনা এবং মনিমুক্ত দিয়ে তৈরি পোশাকে তার লুক সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছিল।




View this post on Instagram




সম্প্রতি অভিনেত্রী নতুন মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। সেখানে তার সাথে স্কিন শেয়ার করেছেন স্টার প্লাসের ইয়ে রিস্তা কা কেহলাতা হ্যায় ধারাবাহিকের নায়ক ইয়া মহসিন খান। ভিডিওর নাম”ওহ চাঁদ কাহান সে”। এই ভিডিওটি মুক্তির সাথে সাথেই বেশ জনপ্রিয় হয়েছে।এবার এই গানেই ঊর্বশী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রিল ভিডিও শেয়ার করেছেন।




যেখানে অভিনেত্রীকে লাল স্লিভলেস গাউন আর হিল জুতো সাথে মানানসই কানের দুল আর চুল সাইডে বেঁধে মুম্বাইয়ের একটি ব্রিজের ফটো সেশন করলেন। আর এখানে অভিনেত্রী এই লস্যময়ী রূপ দেখে ঘায়েল পুরুষ মন। প্রচুর লাইক শেয়ার এর সাথে মুহূর্তে ভাইরাল এই ভিডিও।



