viral-video-of-rakhi-sawant
viral-video-of-rakhi-sawant
Advertisement

কলকাতা হান্ট ডিজিটাল ডেস্ক : রাখি সাওয়ান্ত , নামটা কে না চেনে। বিনোদন জগতে বারবার চাঞ্চল্য ফেলা মতবাদ করে বারংবার মিমস এর মুখোমুখি হয়েছেন রাখি সাওয়ান্ত।

তিনি বারংবার অন্যের বিষয়ে নাক গলিয়ে মিমের শিকার হন। কিন্তু অনেকেই তাকে আবার পছন্দ করেন তাঁর অনবদ্য সাহসিকতার জন্য। তিনি শুধু মুখেই কথা বলেন না কাজেও করে দেখান।

সারা বিশ্ব যখন কর্নার ভয়ে আতঙ্কিত। দেশময় চলছে লকডাউন পিরিয়ড। লোক ডাউনলোড কারণে সবাই রয়েছে ঘরের মধ্যে। তিনিও ঘরের মধ্যে থেকে একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সাথে সাথে ভাইরাল হয়েছে ভিডিও।

আসুন দেখেনি সেই ভিডিও


ভিডিওতে তাকে ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছে। ভিডিওটি পোস্ট অফিসের সাথে সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে কমেন্ট হচ্ছে তিনি তার ভয়ঙ্কর রূপ দিয়ে করোনা কে তাড়াতে এসেছেন।

আবার অনেকে কমেন্ট করছেন, করোনা ভয় পেয়ে ভারত ছেড়ে চলে যাবে। আবার অনেকের মতে করণাতে না মরলেও এই ভিডিও দেখে তারা মারা যাবে। স্যার এই ভিডিও দেখে হাসিতে ফেটে উঠছে নেট মহল।