viral-video-of-sara-ali-khan-on-instragam
viral-video-of-sara-ali-khan-on-instragam
Advertisement

কলকাতা হান্ট ডেস্ক: সারা আলি খান, সেইফ আলি খানের মেয়ে সারা কে না চেনে। বলিউডে এসেছেন মাত্র কিছুদিন । কিন্তু ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে তার নাম আসে আজকাল। মাত্র কয়েকটি ছবির মাধ্যমেই মানুষের মনে বিশেষ জায়গা সৃষ্টি করে নিয়েছেন অভিনেত্রী সারা।

বর্তমানে সারা দেশজুড়ে চলছে লকডাউন পিরিয়ড। তাই সাধারণ মানুষের মতোই অভিনেতা অভিনেত্রীরাও বাড়িতে বসেই সময় কাটাচ্ছেন। লকডাউন এর কারণে সেলিব্রিটিদের ও বাড়ির কাজ করতে দেখা যাচ্ছে তো কাউকে জিমে সময় কাটাতে দেখা যাচ্ছে।

লকডাউন এর কারণে বন্ধ রয়েছে সকল শুটিং সেজন্যই বাড়িতে রয়েছেন সারা। বাড়িতে থেকে যথারীতি বাড়ির কাছ থেকে শুরু করে জিম ও শরীরচর্চা করছেন অভিনেত্রী। তার সাথে সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ থাকেন তিনি।

যথারীতি নানা ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। সম্প্রতি তিনি একটি নাচের ভিডিও পোস্ট করেন। যেখানে তাকে দেখা যাচ্ছে তিনি অবিকল কৃষ্ণের মতোই ওডিসি নৃত্য করতে। তার নাচের ভিডিও দেখেই বুঝা যাচ্ছে নাচে বেশ দক্ষতা রয়েছে তার। সোশ্যাল মিডিয়াতে তিনি এই ভিডিও পোস্ট করলেই ঝড়ের বেগে ভাইরাল ভিডিও।

আসুন দেখেনি সেই ভিডিও :