viral-video-of-weeding-moment-31-march-2020
viral-video-of-weeding-moment-31-march-2020
Advertisement

কলকাতা হান্ট ডেস্ক : হিন্দু বিয়েতে বর বউয়ের সিঁথি রাঙিয়ে লাল সিঁদুর পরিয়ে দেয়। এই সিঁদুর বিয়ের পর থেকে মেয়েদের সারা জীবনের সঙ্গী হয়ে যায়। কথায় আছে হিন্দু মেয়েরা স্বামীর মঙ্গলকামনায় সিঁথিতে সিঁদুর পরে থাকে।

আবার অনেকের মতে এই সিঁথির লাল সিঁদুর ভালোবাসার প্রতীক। অর্থাৎ সিঁদুর দান করে ভালোবাসা আদান প্রদান করা হয়ে থাকে।

সিঁদুর দান এর পর থেকেই মেয়েদের জীবন এ এক নতুন মোড় নেয়। শুরু হয় এক নতুন জীবন। তারা জড়িয়ে পড়ে এক নতুন পরিবারের সাথে। শুরু হয় সাংসারিক জীবন।

নতুন জীবন, নতুন সাথী, নতুন পরিবার সব মিলিয়ে এক নতুন পথচলা। এমনই এক মধুর মুহূর্ত ক্যামেরা বন্দী হয়েছে। এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার সাথে সাথেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

আসুন দেখে নি সেই ভিডিও :

Like. Comment. Share.