



বাংলা খবর ডেস্ক: মানুষের মঙ্গলকামনায় ঈশ্বর সরাসরি এসে হয়তো আমাদের পাশে দাঁড়াতে পারেন না,তবে প্রত্যেক যুগে যুগে তিনি এমন এক এক মানুষের আবির্ভাব ঘটান যাদের কর্ম ও ব্যক্তিত্বের মধ্যে আমরা যেন ঈশ্বরকেই খুজে পাই। স্বামী বিবেকানন্দ এদের মধ্যে অন্যতম। আজ তার ১৫৮ তম জন্মবার্ষিকী। সারা ভারতবর্ষ জুড়ে পালন করা হয় তার এই জন্মবার্ষিকী। প্রত্যেক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় শ্রদ্ধার সাথে তার জন্ম বার্ষিকী উৎসব পালিত হয় প্রতি বছর।




এমনভাবেই স্বামীজীর জন্মজয়ন্তী পালন করা হলো বসিরহাট মহকুমা ও হাসনাবাদ থানার অন্তর্গত ভেবিয়া নামক গ্রামে। স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব কমিটি থেকে প্রতিবছরই এই বিবেক জয়ন্তী উৎসব পালন করা হয় এবছরও তারা ধুমধাম করে পালন করলেন এই দিনটিকে। সেই উপলক্ষে তারা একটি বাইক ও সাইকেল রেলির আয়োজন করে। যেখানে গ্রামের যুবক – বৃদ্ধ নির্বিশেষে এমনকি মা-বোনেরাও যোগদান করেন। বিবেকানন্দের জয়ধ্বনি করতে করতে সমস্ত গ্রাম পরিক্রমণ করার পর তারা একটি জায়গায় এসে সবাই মিলিত হয় এবং সেখানে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়।




সম্মানীয় ব্যক্তি কর্নেল ভাস্কর গোস্বামী, ন্যাশনাল লাইব্রেরির Director-General এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অশোক সাহা উপস্থিত থেকে স্বামীজীর সম্বন্ধে কিছু বক্তব্য রাখেন এবং এখনকার যুব সমাজকে কীভাবে এগিয়ে চলতে হবে কিভাবে স্বামীজীর মতাদর্শে পা মিলিয়ে চলতে হবে। সেই সম্বন্ধে ধারণা দেন। এরপর অনুষ্ঠান শেষে সকল গ্রামবাসীর জন্য তারা আহারের ব্যবস্থা ও রাখেন এবং এই কমিটির মূল উদ্দেশ্য হলো সমস্ত যৌগের মধ্যে। ভেরিয়ার স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব কমিটি আসল উদ্দেশ্য হলো সমস্ত যুবকের মধ্য স্বামীজীর মতাদর্শ প্রবেশ করানো এবং তারই মতাদর্শে সকল মানুষকে নব রূপে জাগিয়ে তোলা। তাদের এইরূপ প্রচেষ্টায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা ভালোবাসা ও সম্মান পেয়েছেন।



