জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ ২০ জানুয়ারি নিজের জন্মদিন সেলিব্রেট করলেন। তার জন্মদিন কিভাবে সেলিব্রেট হচ্ছে তা জানতে চাইলে তিনি জানান,” মোট ৬টা কেক কেটেছি, অনেক উপহার পেয়েছি বন্ধু-বান্ধবের কাছ থেকে। আজ একটু ছুটি থাকাকালে বাড়িতেই ছিলাম। আমার মা আজ বিরিয়ানি বানিয়েছেন,যেটা আমার খুব সুন্দর বানায়। আজ অনুরাগীদের সাথে কিছু সময় কাটানোর ইচ্ছা হলো বলে, ফেসবুক লাইভে এসে ওদের সামনে কেক কাটলাম।
জন্মদিনে কারো কাছ থেকে কোন স্পেশাল গিফট পেয়েছে কিনা তা বলতে নারাজ মনামী। তার এই শুভ জন্মদিনে কোন ইচ্ছা আছে কিনা জানতে চাইলে তিনি জানান,” সারা পৃথিবী ঘোরার মত যেন সুস্থ থাকতে পারি।” তবে তিনি আফসোস করে জানান,” অভিনয় জীবনের শুরুতে মুম্বাই থেকে কাজের অফার আসলে ফিরিয়ে দেই। আজ ওখানে থাকতে পারলে খুশি হতাম। এখানে আমি এখন বেশ খুশি আছি, তবে পরবর্তীতে এমন অফার আসলে আর হাতছাড়া করবো না।”
টলিপাড়ার এখন আলোচ্য বিষয় হল ‘রাজনীতিতে যোগদান’। তার কাছে প্রশ্ন করা হয় ‘আপনি কি রাজনীতিতে আসতে চান?’ তিনি তার উত্তরের জানান,” আমি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলাম, অভিনেত্রী হয়েই থাকতে চাই। তবে সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, পরে কি হবে দেখা যাবে। তবে এই মুহূর্তে কোন রকম ইচ্ছা নেই রাজনীতিতে আসার। তাঁদের ব্যক্তিগত ব্যাপার যারা রাজনীতিতে যোগদান করছেন।”