বাংলা খবর ডেস্ক: গল্পে বা সিনেমায় মাঝে মাঝেই দেখা যায় একজন গরিব মানুষ হটাৎ করেই ধনী হয়ে যায়। আসলে মা লক্ষী কখন কার ওপর সহায় হবেন কেউ জানেনা। খুব গরীব মানুষ ও ধনী হয়ে যেতে পারে আবার ধনী মানুষ ও হঠাৎ করে গরীব হয়ে যেতে পারে।
এদিন এমনি এক ঘটনা ঘটলো সুন্দরবনে। রাতারাতি ধনী হয়ে গেলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার চড়াবিদ্যা এলাকার কুমড়াখালি গ্রামের বাসিন্দা সুভাষ দলুই। তিনি মাত্র ৬ টাকা দিয়ে লটারি কেটেছিলেন এবং তিনি পান ১ কোটি টাকার পুরস্কার।
আরও পড়ুন – দেখে নিন আজকের সোনার বাজার দর
সুভাষ দলুই নামে ওই ব্যক্তি পেশায় একজন মৎস্যজীবী। নদীর কাঁকড়া ধরেই চলে তার সংসার। এহেন তিনি গত মঙ্গলবার স্থানীয় বাজার থেকে ৬ টাকা দিয়ে একটি লটারি টিকিট কাটেন। এবং বুধবার দিন তিনি যখন জানতে পারেন তার টিকিট এ পুরস্কার বেঁধেছে ১ কোটি টাকা তিনি তখন বিশ্বাস করতে পারেননি। পরে ওয়েবসাইট খুলে দেখায় স্থানীয় এক যুবক।
আরও পড়ুন – ভোটের আগে বাড়িতে বসেই রঙিন voter ID আবেদন করুন, জেনে নিন পদ্ধতি
স্ত্রী ,চার সন্তান ও অসুস্থ বাবা মা কে নিয়ে সুভাষের অভাবের সংসার। পুরস্কার জেতার খবর পেয়েই গ্রামের লোক ভীড় জমাতে থাকে সুভাষের বাড়িতে। এদিন সুভাষ কথা বলতে বলতে কেঁদে ফেলেন। তিনি বলেন, “এখনও যেন স্বপ্ন মনে হচ্ছে। আমি ১ কোটি টাকা জিতব কোনোদিন ভাবতেই পারিনি। এবার বোধ হয় কষ্টের দিন শেষ হবে। এবার পরিবারের সবার মুখে নিশ্চিন্তে খাবার তুলে দিতে পারব। ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারবো আর বাবা, মায়ের চিকিৎসা নিয়ে ভাবতে হবে না। বাড়িটাও সারিয়ে নিতে পারবো।”