



বাংলা খবর ডেস্ক: চাঁদমনি হেমব্রম নামটির সঙ্গে এতক্ষণে নিশ্চয় পরিচয় হয়ে গেছে? সোশ্যাল মিডিয়ায় মাত্র কয়েক দিনের মধ্যেই শিরোনামে উঠে এসেছে তার নাম।




হুগলি জেলার ইটাচুনা গ্রামের আদিবাসী পরিবারের মেয়ে চাঁদ মনি হেমব্রম। স্বপ্নপূরণের পথে তার একমাত্র প্রতিবন্ধকতা ছিল অনটন। ছোট থেকে বাবাকে হারিয়ে মায়ের সাথে কাজ করতে হয় তাকে। অভাব-অনটনে নিত্যদিনের সঙ্গী মায়ের সাথে কাজ করার ফাঁকে ও নিজের প্রতিভাকে হারিয়ে যেতে দেননি। গান কে ভালোবেসে গান করে গেছেন তিনি। আর গানের প্রতি সেই ভালোবাসা প্রতিবন্ধকতাকে হারিয়ে দিয়েছে।




সোশ্যাল মিডিয়ায় দৌলতে আর্থিক প্রতিবন্ধক তাকে দূরে ঠেলে আকাশ ছোঁয়া স্বপ্ন পাড়ি দিয়েছে এই মেয়ে টি। বলিউডেও পা রেখেছেন তিনি। রবিন্দ্র সঙ্গীত বা আধুনিক হিন্দি গান সবেই অবাধ বিচরণ তার। প্রথমে নেহা কক্করের গাওয়া গান ও হাম সাফার গেয়ে সকলের নয়নের মনি হয়ে উঠেছেন। তার কণ্ঠে মুগ্ধ হয়েছিলেন শ্রোতারা। অনেকে তাকে নাম দিয়েছিলেন জুনিয়র নেহা কক্কর। বলিউডে পা রেখে ফেলেছেন তিনি। একের পর এক হিট গান গাওয়ার সুযোগ পেয়েছে।




তার জীবনে সিন্টু দাদার অবদানও কম নয়। এই দাদাকে নিয়েই তার একটি অ্যালবাম বেরিয়েছে। ‘এই দিনটা বড় মেঘলা’ গানটি সে এবং সিন্টু প্রসাদ একসঙ্গে ডুয়েট করেছেন। গানটি আসতেই ভাইরাল হয়েছে। তার কণ্ঠস্বরে অভিভূত হয়েছেন সকলে।



