



গত মঙ্গলবার দিদি রঙ্গলির জন্মদিন উদযাপন করতে ব্যস্ত ছিলেন অভিনেত্রী কঙ্গনা রাওয়াত। দিদিকে যে প্রচন্ড ভালোবাসেন তা বলার অপেক্ষা রাখে না। আর দিদির জন্মদিনে চমকপ্রদ উপহার দেবে না তাই কখোনো হয়? দিদির জন্মদিনে বাড়িতে আনলেন নতুন অতিথিকে।




এই নতুন অতিথি হলো একটি মিষ্টি কুকুরছানা। আর জানেনই মিষ্টি কুকুরছানার কি নাম রেখেছেন? এই মিষ্টি সদস্যের নাম গপ্পু। গপ্পুকে পেয়ে দিদি বেশ খুশি।




View this post on Instagram




নতুন অতিথি গপ্পুর সাথে দিদি ও তার ছবি অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন। হাসিখুশি কিউট এই ছবি নেটিজেনদের মন কেড়েছে। এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়। অনুগামীরা কমেন্ট করে শুভেচ্ছাবার্তা জানান।




সম্প্রতি কৃষি বিল নিয়ে কৃষকের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগে কঙ্গনা ও তার দিদির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তামিলনাড়ু তুমকুর থানা।সাম্প্রদায়িক ও অসন্তোষ বা ঘৃণার এই ধরনের ঘটনা উস্কানি ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন দিদি ও বোন এমনটাই অভিযোগ। তবে এই সব কিছুর মাঝেও এত সুন্দর ভাবে হাসিখুশিতে দুই বোন জন্মদিনে মেতেছেন তা অবশ্যই নজরকাড়া।



