



আপনি কি জানেন আপনার অর্ধেক রোগের সমস্যার সমাধান লুকিয়ে আছে জলের মধ্যে? হ্যাঁ শুধুমাত্র জল পানই পারে আপনার জীবনকে তরতাজা ও সুস্থ রাখতে।
আমাদের অনেকেরই ধারণা, খালি পেটে এক গ্লাস ঠান্ডা বা উষ্ণ জল পান করলেই মিটে গেল। এখন আপনাদের এটা জানা দরকার যে শুধু খালি পেটে নয় ঘুম থেকে উঠে বাসিমুখে জল খাওয়ার উপকারিতা অনেক। মানে ঘুম থেকে উঠে দাঁত মাজার আগেই জল খান আর বিভিন্ন রোগকে নির্ভুল করুন।




এটি যদি আপনি আপনার ডেইলি রুটিনের মধ্যে ঢোকাতে পারেন তাহলে মুক্তি পাবেন অনেক রোগের হাত থেকে। তবে সেই জলের পরিমাণ হল চার থেকে পাঁচ গ্লাস। প্রথমদিকে যদি সম্ভব না হয় তাহলে ১-২ গ্লাস দিয়ে শুরু করতে হবে। আপনার রক্ত পরিষ্কার থাকবে এই রকম জলপানের মাধ্যমে। এতে শরীরে নতুন কোষ সৃষ্টি হবে,পেশি সুস্থ থাকবে। এই জল পানের অভ্যাস এর মাধ্যমে মেটাবলিজম রেট প্রায় ২৪ শতাংশ বাড়ে। আপনার হজম শক্তি অনেকটা বাড়বে। মোটকথা আপনি সারাদিন সুস্থ তরতাজা থাকবেন। পানীয় জল রাত থেকে তামার পাত্রে রেখে দেওয়া খুব উপকারী।



