দীর্ঘ দিন ধরে তিনি দেশের ও আইপিএল এ চেন্নাই এর হয়ে ধারাবাহিক ভাবে ভালো পারফরমেন্স করে এসেছেন। ক্রিকেটার হিসেবে তিনি কেমন সেটা প্রতিটি ক্রিকেট প্রেমী জানেন। তিনি হলেন সুরেশ রায়না। যিনি ১৫ ই আগস্টের দিন ধোনির সাথেই দেশের হয়ে অবসর ঘোষণা করেন। স্বাভাবিক ভাবেই আইপিএল এ তিনি কেমন খেলেন সেই নিয়ে সবাই এর উৎসাহ ছিল।
কিন্তু চেন্নাইয়ের হয়ে মরুশহরে উড়ে গেলেও পরে তিনি ম্যাচ না খেলেই বাড়ি ফিরে আসেন এবং চেন্নাই ফ্র্যাঞ্চাইজি তাদের ওয়েব সাইট থেকে রায়নার নাম প্রত্যাহার করে নেয় । আর এই নিয়েই শুরু হয় বিতর্ক। নতুন বছরে এসে এই বিষয় নিয়ে মুখ খুললেন রায়না।
প্রসঙ্গত, তখন রটে যায় যে অধিনায়ক ধোনির মতো বিশাল বিলাসবহুল হোটেল না পাওয়ায় তিনি ফিরে আসেন। এর জেরে দলের কর্তা দের সাথেই নাকি তার মন মালিন সৃষ্টি হয়। এদিন রায়না কে আইপিএল না খেলা নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ২০২০ বছরটিকে তিনি ভুলে যেতে চান সাথে এই বছরের সব খারাপগুলিকেও।
তিনি বলেন, ” ২০২০ সালে আইপিএল না খেলতে পারা নিয়ে তার কোন অনুশোচনা নেই।” তিনি আরো বলেন, ” সেই সময় আমি বাড়ি ফিরতে চেয়েছিলাম। আমার পরিবার পাঞ্জাবে সেই সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানোই আমার কাছে উচিত বলে মনে হয়েছিল।”
এ প্রসঙ্গে রায়না আরো বলেন, ” ২০ বছরের ও বেশি সময় ধরে ক্রিকেট খেলছি। পরিবার ছেড়ে ক্রিকেটকেই ধ্যান জ্ঞান করে এসেছি। কিন্তু পরিবারের ওপর হামলার ঘটনা শুনে মনকে শক্ত রাখতে পারিনি। বাড়ি ফিরে আসাই উচিত বলে মনে করেছি। ভবিষ্যতে আবার যদি এরকম পরিস্থিতির মুখোমুখি হয় তাহলে এই একই সিদ্ধান্ত আবার নেব।”
প্রসঙ্গত, সেই সময় পাঞ্জাবে রায়নার পিসেমসাইয়ের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। এবং পিসি, পিসেমসাই ও ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এবং তারা গুরুতর ভাবে জখম হন। যার কিছুদিন পর তার পিসেমসাই মারা যান।