



বাংলা খবর ডেস্ক: করোনা ভাইরাসের দাপটে দেশের সমস্ত স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তেমনি শিশুদের বাইরে বের হওয়া বন্ধ । ফলে বহু শিশু সময় কাটানোর জন্যে ইন্টারনেটের উপর আগ্রহশিল হয়ে উঠেছে । অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখন অনলাইন পদ্ধতিতে শিক্ষা পাঠ চালিয়ে যাচ্ছে যাতে পড়াশুনার ক্ষতি কিছুটা কম হয় শিক্ষার্থীদের। বাদ পড়ল না শিশু রাও , দীর্ঘ সময় তারাও ইন্টারনেটে সময় কাটাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেট ব্যবহার করার সময় শিশুদের নিরাপদের জন্য বাবা মা কেই নজর রাখতে হবে তারা কোনো বিপদ বা আসক্তিতে জড়িয়ে পড়ছে কিনা ?




শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ করতে বিশেষজ্ঞরা কিছু জিনিস এর পরিবর্তন করতে বলছেন।




১. প্যারেন্টাল কন্ট্রোল: শিশুদের কোনো ডিভাইস দেওয়ার আগে সেই ডিভাইসে প্যারেনটাল কন্ট্রোল ইমেইল একাউন্ট ব্যবহার করতে হবে বলে বিশেষজ্ঞ রা মনে করেন । শিশুদের ডিভাইস টি চালু করার সময় মেইল অ্যাড্রেস দরকার হয় তখন শিশুদের ওই মেইল অ্যাকাউন্টটিতে তার জন্ম তারিখ দিতে হয় সেটা ১৩ বছরের নিচে হলে গুগল বলবে ওই অ্যাকাউন্টটি প্যারেন্টাল অধীন। এবার ওখানে জানতে চাওয়া হবে আপনি রাজি কিনা তারপর ওখানে যেকোনো অভিভাবকের মেইল অ্যাকাউন্ট চাইবে ।




২. জরুরি অ্যাপ ইনস্টল করুন: বিশেষজ্ঞ রা প্যারেন্টাল সেফ ব্রাউজার ব্যবহার করতে বলেন এবং এটা যদি শিশু দের ডিভাইসে ইনস্টল করা হয় তাহলে তারা কোনো ভাবে অ্যাডাল্ট কনটেন্ট দেখতে পারবে না। তাছাড়া ইউটিউব কিডস অ্যাপ আছে যেটা বানানো হয়েছে মূলত শিশু দের কথা ভেবে। বাবা মা এর ডিভাইস যদি শিশু রা ব্যবহার করে অনেকসম়য় সেক্ষেত্রে ব্রাউজার প্যারেন্টা ল কন্ট্রোল নামের একটা অ্যাপ ইনস্টল করে রাখাই নিরাপদ।




৩..ইন্টারনেট কমাপানি থেকে জেনে নেওয়া ভালো তাদের কোনো সেফ ইন্টারনেট ফিচার আছে কিনা বাচ্চা দের জন্য। তাহলে তারাই অ্যাডাল্ট কনটেন্ট ও কিছু সাইট ব্লক করে দেবে।




৪. ইন্টারনেট ব্যবহারের সময় সীমা একটা নির্দিষ্ট সময় শিশু দের ঠিক করে দেওয়া উচিত যে তারা কখন ইন্টারনেট ব্যবহার করবে বা অনলাইন থাকতে পারবে । বিশেষজ্ঞরা বলেন একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া ভালো বাড়িতে ইন্টারনেট সংযোগ এর এতে শিশু দের ভালো নিয়ন্ত্রণ ও করা যায় ইন্টারনেট এর অতিরিক্ত ব্যবহার থেকে।




৫. যখন শিশুরা ইন্টারনেট ব্যবহার করে তখন আপনিও তাদের সাথে থাকুন এবং তাদের বিভিন্ন শিক্ষামূলক সাইট এবং চ্যানেল দেখতে উৎসাহী করে তুলুন। তাতে তারা নতুন কিছু শিখতে আগ্রহী হবে ।